বায়ুর চাপ class 7

বায়ুর চাপ class 7

1.বায়ুর চাপ মাপার যন্ত্র হল- 

a.অ্যানিমোমিটার
b.ব্যারোমিটার
c.থার্মোমিটার
d.বাত পতাকা

Ans: b.ব্যারোমিটার

2.চিন সাগরের বিধবংসী ঘূর্ণিঝড়কে বলে-

a.টাইফুন
b.তাইফু
c.হ্যারিকেন
d.টর্নেডো

Ans: a.টাইফুন

3.বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ হল-
a.বায়ু প্রবাহ
b.অক্ষাংশ
c.উষ্ণতা
d.মাধ্যাকর্ষণ শক্তি

Ans: c.উষ্ণতা

4.বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
a.টাইফুন
b.সাইক্লোন
c.হ্যারিকেন
d.টর্নেডো

Ans: b.সাইক্লোন

5.উচ্চতা বাড়লে বায়ুর চাপ-

a.বাড়ে
b.কমে
c.একই থাকে
d.সবকটি

Ans: b.কমে

6.বায়ুর স্বাভাবিক চাপ কত সেমি পারদ স্তম্ভবকে সূচিত করে?
a.৫০ সেমি
b.৬২ সেমি
c.৭৬ সেমি
d.১০০ সেমি

Ans: c.৭৬ সেমি

7.কোন স্থানে বায়ুচাপ কম থাকে?
a. উঁচু পাহাড়ে
b.সমুদ্রপৃষ্ঠে
c. উপত্যকায়
d.নদীর তীরে
Ans: a. উঁচু পাহাড়ে

8.বায়ু কোথা থেকে কোথায় প্রবাহিত হয়?
a. উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে
b. উচ্চ চাপ থেকে নিম্ন চাপে
c. সমান চাপে
d.নিচু স্থান থেকে উঁচু স্থানে
Ans: b.উচ্চ চাপ থেকে নিম্ন চাপে

9.পৃথিবীর কোন অঞ্চলে বায়ুচাপ সবচেয়ে বেশি?
a. মেরু অঞ্চল
b. নিরক্ষীয় অঞ্চল
c. মরুভূমি অঞ্চল
d. উপকূলীয় অঞ্চল

Ans: a. মেরু অঞ্চল

10.বায়ুচাপ হল ?
a. বায়ুর ওজন
b. বায়ুর রঙ
c. বায়ুর গতি
d. বায়ুর শব্দ

Ans: a.বায়ুর ওজন

Created by Author Webbhugol

বায়ুর চাপ সপ্তম শ্রেণী

1 / 10

1.

একটি অন্তর্জাত প্রক্রিয়া হল-

2 / 10

2.

মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কে দেন?

a.

3 / 10

3.

সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটি?

4 / 10

4. একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-

5 / 10

5.

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

6 / 10

6. সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবাল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূল আছড়ে পড়ে তাকে বলে -

7 / 10

7.

ভূমিকম্পের দেশ কাকে বলে?

ভূমিকম্পের দেশ কাকে বলে?

8 / 10

8. কোন স্কেলে সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

 

9 / 10

9.

প্যানজিয়া হল-

10 / 10

10.

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

Your score is

The average score is 41%

0%

1.বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?

Ans: ব্যারোমিটার

2.বায়ুর চাপ মাপার একক কি?

Ans: মিলিবার

3.গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত?

Ans: 1013.25 মিলিবার

4.বায়ুর চাপ নির্দেশক রেখাগুলি কি নামে পরিচিত?

Ans: সমচাপ রেখা

5.বায়ুর চাপের ক্ষেত্রে H ও L দ্বারা কি বোঝানো হয়?

Ans: H – High Pressure Area (উচ্চচাপ) , L – Low Pressure Area (নিম্নচাপ)

6.ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

Ans: টরিসিলি ব্যারোমিটার আবিষ্কার করেন (1643)।

7.পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে?

Ans: ৭ টি

8.নিম্ন বায়ুচাপ অঞ্চল কেমন আবহাওয়া সৃষ্টি করে?

Ans: নিম্ন বায়ুচাপ অঞ্চল সাধারণত মেঘলা আকাশ ও বৃষ্টিপাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে।

9.বায়ুচাপ পরিবেশে কী ধরনের প্রভাব ফেলে?

Ans: বায়ুচাপ পরিবেশের তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বাতাসের গতিপথ প্রভাবিত করে।

10.বায়ুচাপ কাকে বলে?

Ans: বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলে।

11.উচ্চচাপ কাকে বলে?

Ans: কোন নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর তার পার্শ্ববর্তী বায়ুর চাপের সাপেক্ষে যদি বেশি হয় তখন তাকে উচ্চচাপ বলা হয়।

12.নিম্নচাপ কাকে বলে?

Ans: নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুতে তার আশেপাশের বায়ুর চাপ অপেক্ষা যদি কম হয় তখন সে অবস্থাকে নিম্নচাপ বলে।

13.সমচাপ রেখা কাকে বলে? বৈশিষ্ট্য গুলি লেখ।

Ans: নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমচাপ রেখা বলে।

বৈশিষ্ট্য:

১. সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার (mb) এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত ৯৮০ mb থেকে ১০৫০ mb দেখা গেছে।

২. সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়।

৩. সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না।

৪. সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে, সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি।

14.বায়ুচাপের পার্থক্যের কারণ গুলি লেখ।

Ans: বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণগুলি হল-

i.তাপমাত্রা: উষ্ণ বায়ু হালকা হওয়ার কারণে আয়তনে বৃদ্ধি পায় ফলে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। অপরপক্ষে ঠান্ডা বাতাস ভারী হয় ফলে নিচে নেমে আসে, যার ফলে সেখানে বায়ুর চাপ বৃদ্ধি পায়।

ii.আর্দ্রতা: বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ বায়ু আদ্র হলে হালকা হয় তাহলে সেখানে নিম্নচাপ বিরাজ করে। অন্যদিকে শুষ্ক বায়ু অর্থাৎ জলীয়বাষ্পের অভাব ঘটলে সেখানে বায়ু চাপ বৃদ্ধি পায়।

iii.উচ্চতা: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায় কারণ উচ্চতর উচ্চতায় বাতাসের ঘনত্ব কম থাকে। পৃথিবীর পৃষ্ঠের কাছে বায়ুচাপ সবচেয়ে বেশি থাকে।

iv.বায়ুঘনত্ব: বাতাসের ঘনত্বের মধ্যে তাপমাত্রা এবং আর্দ্রতার পার্থক্য বায়ুচাপের তারতম্য তৈরি করে। উষ্ণ এবং আর্দ্র বায়ু কম চাপের দিকে পরিচালিত করে, যখন ঠান্ডা এবং শুষ্ক বাতাস উচ্চ চাপের দিকে পরিচালিত করে।

v.সৌর বিকিরণ: সৌর বিকিরণের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ভিন্ন হয়, যা বায়ুচাপের পার্থক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

vi.পৃথিবীর আবর্তন: পৃথিবীর আবর্তনের কারণে কোরিওলিওস বলের সৃষ্টি হয়, যা বায়ুচাপের পার্থক্য সৃষ্টিতে সহায়তা করে।

সপ্তম শ্রেণির ভূগোল অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর

১ম অধ্যায় : পৃথিবীর পরিক্রমণ 👉 Click Here

২য় অধ্যায় : ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় 👉 Click Here

৩য় অধ্যায় : বায়ুর চাপ 👉 Click Here

নবম অধ্যায় : এশিয়া মহাদেশ 👉 Click Here

Please Share

Leave a Comment

error: Content is protected !!