CLASS XI

Class 11 অর্থনৈতিক কার্যাবলী (Economic Activities): Top MCQ Questions Answer |Class 11 Semester 1 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

সারা পৃথিবী জুড়ে যে সমস্ত দ্রব্যের মূল্য আছে তার উপাদান বিনিময় ও ভোগ সম্পর্কিত মানুষের সামগ্রিক কার্যকলাপকে অর্থনৈতিক কার্যাবলী বলে।

প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ:

কৃষিকাজ,পশুচারণ, বনজ সম্পদ সংগ্রহ, মৎস্যচাষ, খনিজ উত্তোলন, শিকার-বৃত্তি । প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিক বা কর্মীদের লাল পোশাকের কর্মী / Red- Collar-Workers বা রেড কলার ওয়ার্কার্স বলে।

দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ:

এই স্তরের প্রধান কাজ সম্পদের মূল্য মান উপযোগিতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। যেমন -উৎপাদন ও নির্মাণ কাজ, প্রক্রিয়াকরণ শিল্প, ছোট বড় ও মাঝারি শিল্প। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিক বা কর্মীদের নীল পোশাকের কর্মী বা Blue-Collar-Workers ব্লু কলার ওয়ার্কার্স বলে।

তৃতীয় স্তর বা পরিষেবা মূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ:

পরিষেবা মূলক ক্রিয়া ,ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য,পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত পরিষেবা, বিনোদন মূলক কাজকর্ম, প্রশাসনিক কাজকর্ম, । তৃতীয় স্তর বা পরিষেবা মূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের গোলাপি পোশাকের কর্মী বা Pink Collar Workers বলে।

চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ:

IT (তথ্য সংগ্রহ),গবেষণামূলক কাজকর্ম ,তথ্য সরলীকরণ, প্রশাসনিক কাজকর্ম, তথ্য আদান-প্রদান , স্বাস্থ্য সংক্রান্ত কার্যকলাপ। এই স্তরে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের সাদা পোশাকের কর্মী বা White-Collar-Workers বলা হয়।

পঞ্চম বা অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ:

আর্থিক উপদেষ্টা, চিকিৎসা পরামর্শদাতা, গবেষক, বিজ্ঞানী, আইনি পরামর্শদাতা, অর্থনৈতিক পরামর্শদাতা, । এই স্তরের সঙ্গে যুক্ত কর্মীদের সোনালী পোশাকের কর্মী বা Gold Collar Workers বলা হয়।

অর্থনৈতিক কার্যাবলী, webbhugol
অর্থনৈতিক কার্যাবলী

Think-Tank (বুদ্ধি ভাণ্ডার):

পঞ্চম স্তরের কাজের সাথে অত্যন্ত বুদ্ধিজীবী ও মেধা সম্পন্ন মানুষ যুক্ত থাকে বলে এখানে মেধা ও বুদ্ধি বেশি গুরুত্ব পায় তাই একে Think-Tank বলে।

আউটসোর্সিং (Outsourcing):

মানের উন্নতি, দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো, দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে কোনো সংস্থা যখন বাইরের কোনো সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলা হয়। Knowledge Processing Outsourcing বা KPO এবং Business Process Outsourcing বা BPO বর্তমানে কুইনারি কাজের অন্তর্গত। অর্থনৈতিক

  • সৃজনশীল কাজে নিযুক্ত কর্মী, যেমন চিত্র পরিচালক- হলুদ পোশাকের কর্মী।
  • সামরিক কাজে যুক্ত কর্মী- সবুজ পোশাকের কর্মী
  • পুলিশ-খাকি পোশাকের কর্মী।
  • প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্রের কেবল খনি কর্মী- কালো পোশাকের কর্মী
  • অস্থায়ী কর্মী- হালকা নীল পোশাকের কর্মী।
  • বেকার বা কর্মহীন- রংহীন পোশাকের কর্মী।
  • এস্কিমোদের শীতকালের ঘর হ’ল ইগলু এবং গ্রীষ্মকালের ঘর ‘টিউপিক’।
  • E. W. Zimmermann পশুপালনকে কৃষিকাজের অন্তর্ভুক্ত করেন।
  • পশুপালনের উপর নির্ভর করে গড়ে ওঠা শিল্প হল ডেয়ারী, মাংস প্রক্রিয়াকরণ, পশম বস্ত্রবয়ন, চর্মশিল্প প্রভৃতি।
  • আফ্রিকার সাভানা, দঃ আমেরিকার ল্যানাস্ ও ক্যাম্পোস্, অস্ট্রেলিয়ার পার্কল্যান্ড হল ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের পশুখামার হল ‘র‍্যাঞ্চ’
  • আর্জেন্টিনার বৃহদায়তন পশুখামারের নাম ‘এস্টানসিয়া‘ এবং ক্ষুদ্রায়তন পশুখামার হল ‘চাকরাস‘।
  • ঋতুনিয়ন্ত্রিত যাযাবর- ‘ট্রান্সহিউম্যান্স
Class 11 1st Semester Question Answer
Class 11 1st Semester Question Answer
  1. পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত –
    a. প্রাথমিক b. দ্বিতীয়
    c. তৃতীয় d. চতুর্থ ক্ষেত্র
    Ans:c. তৃতীয়
  2. পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ –
    a. টারশিয়ারি b.কোয়ার্টারনারি
    c. কুইনারি d. কোনোটিই নয়
    Ans:c. কুইনারি
  3. Blue-Collar-worker যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত তা হল
    a. প্রাথমিক b. দ্বিতীয়
    c. তৃতীয় d. চতুর্থ ক্ষেত্র
    Ans: b. দ্বিতীয়
  4. ব্যবসা-বাণিজ্য, পরিবহণ, যোগাযোগ হল-
    a. প্রথম স্তরের কার্যাবলি b. দ্বিতীয় স্তরের কার্যবলি
    c. তৃতীয় স্তরের কার্যাবলি d. চতুর্থ স্তরের কার্যবলি
    Ans: c. তৃতীয় স্তরের কার্যাবলি
  5. দোকানের মহিলা কর্মীদের বলা হয়
    a. Orange collar worker
    b. Pink collar worker
    c. White collar worker
    d. Red collar worker
    Ans:b. Pink collar worker
  6. পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ?
    a. প্রথম স্তরের কার্যাবলি
    b.দ্বিতীয় স্তরের কার্যবলি
    c.তৃতীয় স্তরের কার্যাবলি
    d.চতুর্থ স্তরের কার্যবলি
    Ans:a. প্রথম স্তরের কার্যাবলি
  7. প্রাথমিক পেশায় যুক্ত মানুষরা হলেন-
    a. Gold collar worker
    b. Pink collar worker
    c. Blue collar worker
    d. Red collar worker
    Ans: d.Red collar worker
  8. কোন পেশায় যুক্ত কর্মী Green-Collar -worker বলা হয়
    a. ফোটোগ্রাফার
    b. সামরিক ক্ষেত্র
    c. চিত্র পরিচালক
    d. গবেষক
    Ans: b. সামরিক ক্ষেত্র
  9. Think Tank (বুদ্ধির ভান্ডার) রূপে পরিচিত হল-
    a. প্রাথমিক অর্থনৈতিক কার্যে নিযুক্ত কর্মীগোষ্ঠী
    b.পরিসেবামূলক কার্যে নিযুক্ত কর্মীগোষ্ঠী
    c.কোয়াটারনারি স্তরে নিযুক্ত কর্মীগোষ্ঠী
    d. কুইনারি স্তরে নিযুক্ত কর্মীগোষ্ঠী
    Ans:d. কুইনারি স্তরে নিযুক্ত কর্মীগোষ্ঠী
  10. নিম্নের কোনটি অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়?
    a.কৃষিকাজ
    b.শিক্ষকতা
    c.খনিজ উত্তোলন
    d.চুরি বা ডাকাতি
    Ans:d.চুরি বা ডাকাতি
  11. অমিল জোড় কোনটি ?
    a. দ্বিতীয় স্তরের কর্মী – Blue-Collar-Worker
    b. প্রথম স্তরের কর্মী – Red-Collar-Worker
    c. তৃতীয় স্তরের কর্মী – Pink-Collar-Worker
    d. চতুর্থ স্তরের কর্মী – Gold-Collar-Worker
    Ans:d. চতুর্থ স্তরের কর্মী – Gold Collar Worker
  12. পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ধরনের অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে যুক্ত-
    a. প্রাথমিক শ্রেণির অর্থর্নৈতিক ক্রিয়াকলাপ
    b. দ্বিতীয় শ্রেণির অথর্নৈতিক ক্রিয়াকলাপ
    c. চতুর্থ শ্রেণির অর্থনৈতিক ক্রিয়াকলাপ
    d. পঞ্চম শ্রেণির অর্থনৈতিক ক্রিয়াকলাপ
    Ans:a. প্রাথমিক শ্রেণির অর্থর্নৈতিক ক্রিয়াকলাপ
  13. তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলি যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে সংযোগ স্থাপন করে
    a.প্রথম ও দ্বিতীয়
    b.দ্বিতীয় ও তৃতীয়
    c.তৃতীয় ও চতুর্থ
    d.চতুর্থ ও পঞ্চম
    Ans:a.প্রথম ও দ্বিতীয়
  14. ‘ভিখারির আয়’ যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ-
    a.প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ
    b.কোনো ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়
    c.সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপ
    d.অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ
    Ans: b.কোনো ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়
  15. ‘সৃজনশীল’ কাজে নিয়োজিত কর্মী (চিত্র পরিচালক) যে পোশাকের কর্মী-
    a. সবুজ পোশাকের কর্মী
    b. কালো পোশাকের কর্মী
    c. হলুদ পোশাকের কর্মী
    d. কমলা পোশাকের কর্মী
    Ans: c. হলুদ পোশাকের কর্মী
  16. বিবৃতি(A) – বিশ্বের সর্বাধিক কর্মী নিযুক্ত আছেন অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের সাথে।
    কারণ(R)– বিশ্বের সমস্ত দেশেই বর্তমানেও অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রেই নিযুক্তি বেশি।
    a. বিবৃতি ও কারণদুটোই সঠিক, বিবৃতিটি কারণের সঠিক বিশ্লেষণ।
    b. বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল।
    c.বিবৃতি ও কারণ দুটোই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ নয়।
    d. বিবৃতিটি এবং কারণ দুটোই ভুল।
    Ans:(a) বিবৃতি ও কারণদুটোই সঠিক, বিবৃতিটি কারণের সঠিক বিশ্লেষণ।
  17. অর্থনৈতিক কাজের নবীনতম সংযোজন হল –
    a. কুইনারি ক্ষেত্র
    b. কোয়াটারনারি ক্ষেত্র
    c. প্রাইমারি ক্ষেত্র
    d. সেকেন্ডারি ক্ষেত্র
    Ans: a.কুইনারি ক্ষেত্র
  18. নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয়
    a. সোনালি কলার কর্মী
    b. সাদা কলার কর্মী
    c. নীল কলার কর্মী
    d. লাল কলার কর্মী
    Ans: c.নীল কলার কর্মী
  19. শিক্ষকের শিক্ষাদান কোন্ শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি?
    a. প্রথম স্তরের কার্যাবলি
    b.দ্বিতীয় স্তরের কার্যবলি
    c.তৃতীয় স্তরের কার্যাবলি
    d.চতুর্থ স্তরের কার্যবলি
    Ans: c.তৃতীয় স্তরের কার্যাবলি
  20. শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলিটি হল-
    a. প্রথম স্তরের কার্যাবলি
    b.দ্বিতীয় স্তরের কার্যবলি
    c.তৃতীয় স্তরের কার্যাবলি
    d.চতুর্থ স্তরের কার্যবলি
    Ans: a.প্রথম স্তরের কার্যাবলি
  21. ‘গ্রে কলার’ কথাটির ব্যবহার হয় কোন ক্ষেত্রে?
    a. অবসরের বয়স অতিক্রান্ত পরও কার্যাবলী
    b.প্রাপ্ত বয়সে পূর্ণ কার্যাবলী
    c.যৌবনে অক্লান্ত শ্রম
    d.উপরের কোনোটিই নয়
    Ans: a. অবসরের বয়স অতিক্রান্ত পরও কার্যাবলী
  22. ভোগ্যপণ্য উৎপাদন, বস্তুর কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান ও মূল্য বৃদ্ধিকারী অর্থনৈতিক কাজ হল-
    a.প্রাথমিক কার্যাবলি
    b.মাধ্যমিক কার্যাবলি
    c.পরিসেবামূলক কার্যাবলি
    d.কুইনারি কার্যাবলি
    Ans: b.মাধ্যমিক কার্যাবলি
  23. শিল্প, বিদ্যুৎ উৎপাদন, বাণিজ্যিক মৎস্য আহরণ, বাণিজ্যিক কৃষিকাজ হল-
    a.প্রাথমিক কার্যাবলি
    b.মাধ্যমিক কার্যাবলি
    c.৩য় স্তরের কার্যাবলি
    d.কুইনারি কার্যাবলি
    Ans: b.মাধ্যমিক কার্যাবলি
  24. অস্ট্রেলিয়ার গৃহবধূদের বাড়ির কাজকর্ম সামলানো যে ধরনের অর্থনৈতিক কার্যাবলি
    a.প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলি
    b.তৃতীয় শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি
    c.এটি কোনো ধরনের অর্থনৈতিক কার্যাবলি নয়
    d.পঞ্চম শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি
    Ans: d.পঞ্চম শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি

25.স্তম্ভ মেলাও:

অর্থনৈতিক কাজবৈশিষ্ট্য
A. প্রাথমিক অর্থনৈতিক কার্যবলী(i) যন্ত্র ও কায়িক শ্রম নির্ভর
B. দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী(ii) অত্যন্ত উন্নত মেধা নির্ভর
C. তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী(iii) সম্পূর্ণ কায়িক শ্রম নির্ভর
D. কুইনারি অর্থনৈতিক কার্যাবলী(iv) প্রথম ও দ্বিতীয় স্তরের কার্যাবলীর সংযোগসাধন

a. A-(iii), B-(i), C-(iv), D-(ii)

b. A-(iii), B-(i), C-(ii), D-(iv)

c.A-(i), B-(iii), C-(iv), D-(ii)

d. A-(ii), B-(i), C-(iv), D-(iii)

Ans:a. A-(iii), B-(i), C-(iv), D-(ii)

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!