ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় প্রশ্ন উত্তর class 7

ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় প্রশ্ন উত্তর class 7

1.অক্ষাংশ কাকে বলে?

a) মেরু থেকে পরিমাপ করা দূরত্ব
b) বিষুবরেখা থেকে পরিমাপ করা দূরত্ব
c) সময় নির্ধারণের উপায়
d) দেশের সীমানা নির্ধারণ
Ans: b

2.মূলমধ্য রেখা কোন শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে ?

a) গ্রীনিচ
b) লন্ডন
c) টোকিও
d) নিউইয়র্ক
Ans: a

3. 0° দ্রাঘিমাংশের অপর নাম কী

a) বিষুবরেখা
b) মূল মধ্যরেখা
c) আন্তর্জাতিক রেখা
d) সীমানারেখা
Ans: b

4.আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য কত?

a)৬ ঘন্টা
b)১২ ঘন্টা
c)২৪ ঘন্টা
d)৪৮ ঘন্টা

Ans: c

5.কোন দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে?

a)0°
b)90°
c)180°
d)360°

Ans: c

6.পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে-

a)নিরক্ষরেখা
b)বিষুব রেখা
c)মূল মধ্যরেখা
d)কুমেরু রেখা

Ans: a

7. ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে?

(a) 82°30′ পশ্চিম,
(b) 88°30′ পূর্ব
(c) 82°30′ পূর্ব,
(d) 88°30′ পশ্চিম।

Ans: c

8.গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হল-

(a) 3 ঘণ্টা 30 মিনিট,
(b) 4 ঘণ্টা 30 মিনিট,
(c) 5 ঘণ্টা 30 মিনিট,
(d) 6 ঘণ্টা 30 মিনিট

Ans: c

9.মহাবৃত্ত বলা হয়-

a)নিরক্ষরেখাকে
b)মূল মধ্যরেখাকে
c)সুমেরু রেখাকে
d)কুমেরু রেখাকে

Ans: a

10.কলকাতার অক্ষাংশ কত?

a)22°34′ উঃ
b)25°34′ উঃ
c)34° 20′ উঃ
d)22°34′ দঃ

Ans: a

1.নিরক্ষরেখার মান কত?
Ans:

2.মূল মধ্যরেখার মান কত?
Ans:

3.পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে?
Ans:179 টি

4.পৃথিবীতে মোট কয়টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে?
Ans:360 টি

5.অক্ষরেখা গুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত?
Ans:পূর্ব-পশ্চিমে

6.কোন অক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়?
Ans:নিরক্ষরেখাকে।

7. ১° দ্রাঘিমার পার্থকে সময়ের পার্থক্য কত?
Ans: 4 মিনিট।

8.ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
Ans: 82° 30′ পূর্ব

9.ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রীনিচের সময়ের পার্থক্য কত?
Ans:5 ঘন্টা 30 মিনিট

10.ভারতের কোন শহরের উপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা কল্পনা করা হয়েছে?
Ans:এলাহাবাদ।

11.GPS এর পূর্ণ অর্থ কি?
Ans: Global Positioning System.

1.অক্ষরেখা কাকে বলে?

Update soon…

2.দ্রাঘিমা রেখা কাকে বলে?

3.স্থানীয় সময় কাকে বলে?

4.প্রমাণ সময় কাকে বলে?

5.স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য?

6.অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য?

১ম অধ্যায় : পৃথিবীর পরিক্রমণ 👉 Click Here

৩য় অধ্যায় : বায়ুর চাপ 👉 Click Here

নবম অধ্যায় : এশিয়া মহাদেশ 👉 Click Here

Please Share

Leave a Comment

error: Content is protected !!