class 7 পৃথিবীর পরিক্রমণ

class 7 পৃথিবীর পরিক্রমণ

1.পৃথিবীর পরিক্রমণের পথকে কী বলা হয়?
ক. অক্ষরেখা
খ. কক্ষপথ
গ. বিষুবরেখা
ঘ. মেরুরেখা
উত্তর: খ. কক্ষপথ

2.পৃথিবীর কক্ষপথ কী ধরনের?
ক. বৃত্তাকার
খ. উপবৃত্তাকার
গ. ত্রিভুজাকার
ঘ. চতুর্ভুজাকার
উত্তর: খ. উপবৃত্তাকার

3.পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?
ক. পূর্ব থেকে পশ্চিমে
খ. পশ্চিম থেকে পূর্বে
গ. উত্তর থেকে দক্ষিণে
ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
উত্তর: খ. পশ্চিম থেকে পূর্বে

4.পৃথিবীর পরিক্রমণের ফলাফল কী?
ক. দিন ও রাত
খ. ঋতু পরিবর্তন
গ. পৃথিবীর আকৃতি পরিবর্তন
ঘ. চন্দ্রগ্রহণ
উত্তর: খ. ঋতু পরিবর্তন

5.পৃথিবী সূর্যের চারদিকে কত দিনে একবার পরিক্রমণ করে?
ক. ২৪ ঘণ্টা
খ. ৩০ দিন
গ. ৩৬৫ দিন
ঘ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা
উত্তর: ঘ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা

6.পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি-
ক. নিরক্ষীয় অঞ্চলে
খ.মেরু অঞ্চলে
গ.ক্রান্তীয় অঞ্চলে
ঘ.উপক্রান্তীয় অঞ্চলে

উত্তর:ক. নিরক্ষীয় অঞ্চলে

7.পৃথিবী তার অক্ষের চারদিকে ঘুরছে বলে –
ক. চন্দ্রগ্রহণ হয়
খ. ঋতু পরিবর্তন হয়
গ. দিন ও রাত হয়
ঘ. ভূকম্পন হয়
উত্তর: গ. দিন ও রাত হয়

8.পৃথিবীর পরিক্রমণ একটি –
ক. দৈনিক গতি
খ. বার্ষিক গতি
গ. মাসিক গতি
ঘ. সাপ্তাহিক গতি
উত্তর: খ. বার্ষিক গতি

9. 23 সেপ্টেম্বর দিনটি হল-
ক.মহাবিষুব
খ.জল বিষুব
গ.কর্কট সংক্রান্তি
ঘ.মকর সংক্রান্তি

উত্তর: খ.জল বিষুব

10.পৃথিবী ও সূর্যের কাছাকাছি অবস্থান –
ক.অনুসূর
খ.অপসূর
গ.পেরিজি
ঘ.অ্যাপোজি

উত্তর:ক.অনুসূর

11.কোন দিন কর্কট সংক্রান্তি?
ক.21জুন
খ.23 সেপ্টেম্বর
গ.21 জুলাই
ঘ.22 ডিসেম্বর

উত্তর:ক.21জুন

class 7 পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর

1.পৃথিবীর পরিক্রমণের পথকে কী বলা হয়?

উত্তর: খ. কক্ষপথ

2.পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?
উত্তর:উপবৃত্তাকার।

3.কে প্রথম প্রমাণ করেন গ্রহগুলির সূর্যের চারদিকে ঘোরে?
উত্তর:কোপারনিকাস।

4.কোন বিজ্ঞানী গ্রহদের গতি সংক্রান্ত তিনটি সূত্র দিয়েছিলেন?
উত্তর:কেপলার।

5.অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের দূরত্ব কত?
উত্তর:১৫ কোটি ২০ লক্ষ কিলোমিটার।

6.অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের দূরত্ব কত?
উত্তর:১৪ কোটি ৭০ লক্ষ কিলোমিটার।

7.কোন তারিখে পৃথিবী অপসূর অবস্থানে আসে?
উত্তর:৪ঠা জুলাই।

8.কোন তারিখে পৃথিবী অনুসূর অবস্থানে আসে?
উত্তর:3 রা জানুয়ারি।

9.এক চান্দ্রমাস সমান কয় দিন?
উত্তর:২৭ দিন ৮ ঘন্টা

10.কত দিনে এক সৌর বছর ধরা হয়?
উত্তর:৩৬৫ দিনে

11.অধিবর্ষের দিন সংখ্যা কত?
উত্তর:৩৬৬ দিন

12.অধিবর্ষের কোন দিনকে অধিদিন বলা হয়?
উত্তর:২৯ শে ফেব্রুয়ারি।

13.কোন দিনকে মহাবিষুব হিসেবে ধরা হয় হিসেবে ধরা?
উত্তর:21 শে মার্চ

14.কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?
উত্তর:নিরক্ষরেখায়

15.সূর্যের উত্তরায়নের সময়কালটি লেখ।
উত্তর:22 ডিসেম্বর – 21 জুন

16.সূর্যের দক্ষিণায়নের সময়কালটি লেখ।
উত্তর:21 জুন – 22 ডিসেম্বর

17.বিষুব শব্দের অর্থ কি?
উত্তর:সমান দিন ও রাত্রি।

18.কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?
উত্তর:নরওয়েকে

class 7 পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন ও উত্তর

1.মুক্তিবেগ কি?

Ans: পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব খাটিয়ে কোন বস্তুকে বাইরে যেতে হলে যে অতিক্রম করতে হয়, তাকে মুক্তিবেগ বলে। প্রতি সেকেন্ডে ১১.২ কিমি গতিবেগ হল মুক্তিবেগ।

2.কক্ষপথ কি?

Ans:পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ।

3.অপসূর অবস্থান কাকে বলে ?

Ans: পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্য একপ্রান্তে অবস্থান করে বলে পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের দূরত্ব সবসময় এক রকম থাকে না। পরিক্রমণের সময় 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে সবচেয়ে বেশি প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে।

4.অনুসূর অবস্থান (perihelion) কাকে বলে ?

Ans: পরিক্রমণের সময় 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে সবচেয়ে কম প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে।

5.চান্দ্র মাস কাকে বলে?

Ans:পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ এই চাঁদ পৃথিবীকে প্রায় ২৭ দিন ৮ ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্র মাস বলে।

6.সৌর বছর কাকে বলে?

Ans:পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করার জন্য প্রায় ৩৬৫ দিন সময় নেয়, এই সময়কে সৌর বছর হিসেবে ধরা হয়।

7.অধিবর্ষ বলতে কী বোঝো?

Ans: পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণের জন্য সময় নেয় এক সৌর বছর অর্থাৎ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড কিন্তু হিসেবের সুবিধার জন্য আমরা এটাকে ৩৬৫ দিন ধরি। ফলে প্রতিবছর ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বাড়তি থেকে যায়। এবার কি সময়ের হিসেব ঠিক রাখার জন্য আবার প্রতি চার বছর অন্তর ২৪ ঘন্টা ফেব্রুয়ারি মাসে ২৯ দিন হিসেবে যোগ করা হয়। সুতরাং সেই বছরটা ৩৬৫ দিনের পরিবর্তে ৩৬৬ দিনে হয়। একে অধিবর্ষ বলে।

8..সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে ?

Ans: আমরা জানি সূর্য স্থির। পৃথিবী তার অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে ফলে প্রতিদিন আমরা সূর্যকে পূর্ব দিকে উদয় হতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। ফলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সূর্যই পূর্ব থেকে পশ্চিমে ঘোরে সূর্যের পূর্ব থেকে পশ্চিমের দিকে আপাত এই ঘোরাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে।

9.বার্ষিক আপাত গতি বা রবিমার্গ কাকে বলে?

Ans: রবিমার্গ শব্দের অর্থ ‘সূর্যের পথ’। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে উত্তরায়ণ ও দক্ষিণায়ন সময়কালে সূর্য আকাশে যে বার্ষিক আপাত গতিপথে উত্তরে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার মধ্যে চলাচল করে। তাকে রবিমার্গ বলে।

10.উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে?

Ans: ২২ ডিসেম্বর থেকে ২১ জুন পর্যন্ত ছয় মাস সূর্যের উত্তর মুখী আপাতগতি হলো উত্তরায়ন।
একুশে জুন থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস সূর্যের দক্ষিণ মুখী আপাতগতি হল দক্ষিণায়ন।

11.নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
or,মধ্য রাত্রীর সূর্যের দেশ?

Ans: উত্তর মেরুতে একটানা 6 মাস দিনের সময় নরওয়ের উত্তর সীমান্তের হ্যামারফেস্ট (70°30′ উঃ অক্ষাংশ) বন্দর থেকে গভীর রাত্রিতেও আকাশে সূর্য দেখা যায়। একে ‘নিশীথ সূর্য’ বলে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলসমূহকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়।

12.সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলতে কী বোঝো?

Ans:উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রির সময় আকাশে মাঝে মাঝে রামধনুর মতো বর্ণময় আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা অরোরা বলে। সুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস এবং কুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস।

২য় অধ্যায় : ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় 👉 Click Here

৩য় অধ্যায় : বায়ুর চাপ 👉 Click Here

নবম অধ্যায় : এশিয়া মহাদেশ 👉 Click Here

Please Share

Leave a Comment

error: Content is protected !!