Class 11 মানবীয় ভূগোলের পরিধি. ও বিষয় সমূহ | Class 11 Semester 1 Top 20 MCQ Question Answer
মানবীয় ভূগোলের পরিধি ও বিষয় সমূহ
মানবীয় ভূগোল: সাধারণভাবে ভূগোল শাস্ত্রের যে শাখায় কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সেখানকার মানুষের সামাজিক ও দৈনন্দিন জীবনযাত্রা প্রণালী ও অর্থনৈতিক কার্যকলাপের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকেই মানবীয় ভূগোল বলে।

ভূগোলে মানুষ-প্রকৃতি সম্পর্ক নিয়ে তিন ধরনের মতামত গড়ে উঠেছে। জার্মান ভৌগোলিক ‘আলেকজান্ডার ভন হামবোল্ট‘ ছিলেন ধ্রুপদি ভূগোলের প্রতিষ্ঠাতা। তাঁর মতে, ‘মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কে ‘প্রকৃতিই’ প্রধান। একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষের জীবনযাত্রার যে ধরন গড়ে ওঠে, তা নির্ধারণ করে ‘প্রকৃতি’। ‘প্রকৃতির ওপর মানুষের নির্ভরতা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। ভৌগোলিকদের কাজ মানুষের সামাজিক বিভিন্নতার কারণ হিসাবে ‘প্রকৃতিকে’ তুলে ধরা।’ ‘মানুষ-প্রকৃতি’ সম্পর্ক‘ তিনভাবে দেখতেন ধ্রুপদি নিয়ন্ত্রণবাদীরা।
জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি:মানুষ-পরিবেশ সম্পর্ক’ আলোচনার প্রকৃতিই মুখ্য নিয়ন্ত্রক-এমন দৃষ্টিভঙ্গিকে বিশ্বাসী-ফ্রেডরিক র্যাটজেল, অটো শুটার। ‘জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি’ বলা হয়।
থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি: ‘মানুষ-পরিবেশ সম্পর্ক’ আলোচনায় ঈশ্বরই মুখ্য নিয়ন্ত্রক-এমন দৃষ্টিভঙ্গিকে ‘থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি’ বলা হয়। বিশ্বাসী-কার্ল রিটার।
উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি: ‘মানুষ-পরিবেশ সম্পর্ক’ আলোচনায় মানুষই মুখ্য নিয়ন্ত্রক-এমন দৃষ্টিভঙ্গিকে ‘উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি’ বলা হয়। বিশ্বাসী-ভিদ্যাল-দ্য-লা-ব্লাশে, জিন ব্লুনস, ক্যামিলে ভালাস্ক প্রমুখ।
পরমকারণবাদ: সমস্ত প্রাকৃতিক ঘটনার পেছনে ঈশ্বরের ইচ্ছা অনিচ্ছা বিষয় দ্বারা তা নিয়ন্ত্রিত অর্থাৎ ঈশ্বরই মুখ্য ভূমিকায় রয়েছে। কার্ল রিটার এ ধারণাকে পরমকারণবাদ বলেছেন।
কার্ল রিটার – ‘মানবীয় ভূগোলের জনক’ এবং রচিত গ্রন্থ ‘Die-Erdkunde‘ (ইংরেজী অনুবাদ- ‘Earth Science in Relation to Nature and the History of Man’)

Books | Writer |
Anthropogeography | ফ্রাডরিক রেটজেল |
A Geographical Introduction to History | লুসিয়েন ফেবার |
Short Note:
- জনসংখ্যা ও জনবসতি ভূগোলের জনক হলেন কার্ল রিটার।
- সম্ভাবনাবাদের প্রধান সমর্থক হলেন ভিদাল দ্য লা ব্লাশ।
- মানবীয় ভূগোলের জনক হলেন কার্ল রিটার।
- রাজনৈতিক ভূগোলের জনক ফ্রাডরিক রেটজেল।
- অর্থনৈতিক ভূগোলের জনক অধ্যাপক জিমারম্যান।
- সাংস্কৃতিক ভূগোলের জনক কার্ল ও সয়ার।
- রাশি মাত্রিক ভূগোলের জনক এফ. কে. শেইফার।

MCQ Questions Answer
- মানুষ-পরিবেশের মধ্যে সম্পর্কের ভিত্তিতে নিম্নলিখিত যে তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে
A. নিয়ন্ত্রণবাদ
B. যান্ত্রিক বিপ্লব
C. প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি
D. সর্বাঙ্গীণ দৃষ্টিভঙ্গি - ধ্রুপদি নিয়ন্ত্রণবাদের প্রতিষ্ঠাতা হলেন –
A. হোরোডোটাস
B. অ্যারিস্টটল
C.হিপোক্রেটাস
D.কার্ল রিটার - ‘সামাজিক ডারউইনবাদ’ নামে পরিচিত-
A.নিয়ন্ত্রণবাদ
B.সম্ভাবনাবাদ
C.নবনিয়ন্ত্রণবাদ
D.গঠনবাদ - ‘নিয়ন্ত্রণবাদ’ বলতে বোঝায়-
A. মানুষের সকল বিষয় পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত
B.মানুষের সকল বিষয় প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত
C.মানুষের সকল বিষয় পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত নয়
D.উপরের সবকটিই কারনই ঠিক - মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়?
A.এ. সেম্পেল
B. আর. হার্টশোন
C. কে. রিটার
D.ই. হান্টিংটন - ‘Civilization and Climate’ বইটি কার লেখা?
A. মার্ক জেফারসন
B. ই.সি. সেম্পল
C. এলসওয়ার্থ হান্টিংটন
D.কার্ল ও সয়ার - ‘Human Geography’ বইটি যার লেখা, তিনি হলেন-
A. ভিদাল-দ্য-লা-ব্লাশে
B. আলেকজান্ডার ভন হামবোল্ট
C. কার্ল রিটার
D.জীন ব্রুনেই - এডকুন্ডে (Erd kunde) বইটি লিখেছেন-
(a) এফ. র্যাটজেল
(b) কার্ল রিটার
(c) টম স্যয়ার
(d)ভন হামবোল্ড - মানুষের জীবনযাত্রার, চিন্তাধারার, মানসিকতার, বিকাশের কারণ অনুসন্ধান করে যে শাস্ত্র, তা হল-
A.প্রাকৃতিক ভূগোল
B.মানবীয় ভূগোল
C. দর্শন শাস্ত্র
D. ঐতিহাসিক ভূগোল - ‘Stop and Go Determinism’-এর প্রবক্তা হলেন-
A.কার্ল রিটার
B.গ্রিফিথ টেলর
C.ভি. আনুচিন
D.চার্লস ডারউইন - জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবর্তক হলেন-
A.এলেন চার্চিল সেম্পল
B.এলসওয়ার্থ হান্টিংটন
C.ডেমোল্যাঁ
D.চালর্স ডারউইন - ‘মানুষ-প্রকৃতির সম্পর্কে মানুষ সক্রিয়’-এই বক্তব্যের সমর্থন করে-
A.পরমকারণবাদ
B.সম্ভাবনাবাদ
C. বিবর্তনবাদ
D. গঠনবাদ - ‘ভূগোল শাস্ত্রের যে শাখায় জনসংখ্যা ও তৎ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় তা হল-
A.কার্টোগ্রাফি
B.রাশি মাত্রিক ভূগোল
C. জনসংখ্যা ভূগোল
D. জুলজি - ‘প্রকৃতি মুখ্য নিয়ন্ত্রক’ মানুষ প্রকৃতি আলোচনায় এই দৃষ্টিভঙ্গির নাম-
A.থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
B.জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
C. উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
D. ডেমোক্রেটিক দৃষ্টিভঙ্গি - যে ভূগোলের শাখা রূপে মানবীয় ভূগোলের জন্ম হয় তা হল-
A. প্রণালীবদ্ধ ভূগোল
B.প্রাকৃতিক ভূগোল
C. আঞ্চলিক ভূগোল
D. উপরের সবকটি। - ‘Principles of Human Geography’ বইটি লেখেন-
A. ফ্রেডরিক রাটজেল
B.এলসওয়ার্থ হান্টিংটন
C. কার্ল রিটার
D. গ্রিফিথ টেলর - মাত্রিক বিপ্লব ঘটে যে সময়কালে
A. 1930 এর দশকের শেষ ভাগেও
B.1940 এর দশকের শেষ ভাগে
C.1950 এর দশকের শেষ ভাগে
D. 1970 এর দশকের শেষ ভাগে - মানবীয় ভূগোলের______ শাখায় অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অঞ্চল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
A. ঐতিহাসিক ভূগোল
B. জনবসতি ভূগোল
C.সমাজ ভূগোল
D.রাজনৈতিক ভূগোল - কোনটি মানবীয় ভূগোলের নতুন শাখা?
A. অর্থনৈতিক ভূগোল
B. জনবসতি ভূগোল
C.জনসংখ্যা ভূগোল
D.সামরিক ভূগোল - Non-Ecumene’ শব্দটির প্রকৃত অর্থ কী?
A. ঘনবসতিপূর্ণ অঞ্চল
B. কৃষিতে উন্নত অঞ্চল
C.মানুষ বসবাসের অযোগ্য অঞ্চল
D. বসবাসের যোগ্য অঞ্চল - হান্টিংটনের মতে মানবীয় ভূগোলের দুটি উপাদান হল–
A. প্রাকৃতিক অবস্থা ও মানুষের সাড়া
B. সামাজিক পরিবেশ ও সামাজিক সমস্যা
C.প্রাকৃতিক পরিবেশ ও অর্থনীতি
D.অর্থনীতি ও সমাজ ব্যবস্থা
22. A. সম্ভাবনাবাদ (i) এ সেম্পেল
B. নিয়ন্ত্রণবাদ. (ii) ভিদাল দ্য-লা-ব্লাস
C. মানবীয় ভূগোলের জনক (iii) এফ. কে. শেইফার
D. রাশিমাত্রিক ভূগোল (iv) কে রিটার
A. A-(iii), B-(i), C−(iv), D−(ii)
B. A-(i), B-(ii), C-(iv), D-(iii)
C. A-(ii), B-(i), C-(iv), D-(iii)
D. A-(ii), B-(i), C-(iii), D-(iv)
23.নিম্নে একটি বিবৃতি ও ব্যাখ্যা দেওয়া হল :
বিবৃতি (A): মানবীয় ভূগোলে সাম্প্রতিক সামরিক ভূগোল, অপরাধ ভূগোল, পর্যটন ও বিনোদন ভূগোল প্রভৃতি বিষয় যুক্ত হয়েছে।
বিবৃতি (B) : মানবীয় ভূগোল একটি গতিশীল সামাজিক বিজ্ঞান
A. (A) ও (B) সঠিক এবং (B) সঠিকভাবে (A)-র ব্যাখ্যা করতে পেরেছে
B. (A) ও (B) সঠিক এবং (B) সঠিকভাবে (A)-র ব্যাখ্যা করতে পারেনি
C.(A) সঠিক কিন্তু (B) সঠিক নয়
D. (A) ও (B) কোনোটিই সঠিক নয়
24.বিবৃতি (A): মানবীয় ভূগোলের আলোচনার বিষয়বস্তু প্রাকৃতিক পরিবেশ নির্ভর।
কারণ (R): মানুষের অর্থনৈতিক কার্যাবলি পরিবেশ নির্ভর।
A. (A) সঠিক কিন্তু (R) মিথ্যা
B.(A) মিথ্যা কিন্তু (R) সঠিক
C.A ও R সঠিক কিন্তু (R), A এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি
D. A ও R সঠিক কিন্তু R, A-এর ব্যাখ্যা সঠিক
25.মানবীয় ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত নয়-
A. মানুষের অর্থনৈতিক কার্যাবলি
B. জনসংখ্যা ও জনঘনত্ব
C.মানুষের ধর্ম, ভাষা, সংস্কতি
D.ভূমিরূপ ও জলবায়ু
Answer Keys: 1.C. প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি, 2.D.কার্ল রিটার, 3.C.নবনিয়ন্ত্রণবাদ, 4.D.উপরের সবকটিই কারনই ঠিক, 5.C. কে. রিটার, 6.C. এলসওয়ার্থ হান্টিংটন, 7.D.জীন ব্রুনেই, 8.(b) কার্ল রিটার, 9.B.মানবীয় ভূগোল, 10.B.গ্রিফিথ টেলর, 11.B.এলসওয়ার্থ হান্টিংটন, 12.B.সম্ভাবনাবাদ, 13.C. জনসংখ্যা ভূগোল, 14.B.জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি, 15.A. প্রণালীবদ্ধ ভূগোল, 16.A. ফ্রেডরিক রাটজেল, 17.C.1950 এর দশকের শেষ ভাগে,18.C.সমাজ ভূগোল,19.D.সামরিক ভূগোল, 20.D. বসবাসের যোগ্য অঞ্চল, 21.A. প্রাকৃতিক অবস্থা ও মানুষের সাড়া, 22.C. A-(ii), B-(i), C-(iv), D-(iii), 23.A. (A) ও (B) সঠিক এবং (B) সঠিকভাবে (A)-র ব্যাখ্যা করতে পেরেছে, 24.C.(A) ও (R) সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়, 25.D.ভূমিরূপ ও জলবায়ু
Online Mock Test
মানবীয় ভূগোলের পরিধি ও বিষয় সমূহ Test- I
Please Share
I want to know about other subjects from here