CLASS XI

Class 11 প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী: কৃষিকাজ (Agriculture) | Top 25 MCQ Questions Answer |Class 11 Semester 1 কৃষিকাজ গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

কৃষিকাজ:– মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের চাহিদা মেটানোর জন্য জমিছে কেন্দ্র করে উদ্ভিদ ও প্রাণিজ দ্রব্য উৎপাদন করে, তাকে কৃষিকাজ বলে।

প্রাথমিক কার্যাবলি কী?

পশু শিকার, পশুপালন, ফল-মূল সংগ্রহ, কাষ্ঠ আহরণ, খনিজ দ্রব্য আহরণ, মৎস্য চাষ এবং কৃষিকাজের মতো জমি-নির্ভর, গ্রামকেন্দ্রিক অর্থনৈতিক উদ্যোগকে এক কথায় প্রথম স্তরের অর্থনৈতিক কাজ বা ‘প্রাথমিক কার্যাবলি‘ বলা হয়।

জীবিকাসত্ত্বা ভিত্তিক কৃষি– জীবনধারণের জন্য যে কৃষিকাজ করা হয়।
বাণিজ্যিক কৃষি- বিক্রি বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেসব কৃষিকাজ করা হয়।
বাগিচা কৃষি- বড়ো আয়তনের জমিতে বাগিচা তৈরি করে অধিক শ্রমিক ও মূলধন বিনিয়োগ করে, রপ্তানির উদ্দেশ্যে একটি ফসল চাষ করা হলে তাকে বাগিচা কৃষি বলে।
মিশ্র কৃষি- কৃষিকাজের সাথে সাথে জমিতে পশুখাদ্য চাষ করা হলে তাকে মিশ্র কৃষি বলে।উদ্যান কৃষি- শহরের কাছাকাছি ফল, ফুল ও শাকসবজি চাষকে উদ্যান কৃষি বলে।

শস্যাবর্তন পদ্ধতি, Corp Rotation,
শস্যাবর্তন পদ্ধতি

শস্যাবর্তন:

একই জমিতে পর পর চার-পাঁচ বছর ভিন্ন ফসলের চাষ করে যখন ফসলের পুনরাবৃত্তি ঘটানো হয় এবং এর মধ্যে একটি বা দুটি ফসল দ্বারা মাটিতে নাইট্রোজেন ও জৈব পদার্থ সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন এই আবর্তিত কৃষি পদ্ধতিকে ‘শস্যাবর্তন’ বলা হয়।

ট্রাকফার্মিং:

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলির মহানগর সংলগ্ন অঞ্চলে বাণিজ্যিক ভাবে উৎপন্ন ফল, ফুল, সবজি, ট্রাকে করে মহানগরগুলির বাজারে পাঠানো হয়। তাই এই দেশগুলির বাজার বাগান কৃষি ‘ট্রাক ফার্মিং’ নামে পরিচিত।

অপারেশন ফ্লাড :

1970 সালের পরে যে প্রকল্পের দ্বারা ভারতে সমবায় সমিতির মাধ্যমে দুধ উৎপাদন দ্রুত বৃদ্ধি করা হয়েছিল তাকে অপারেশন ফ্লাড বলে।

রেটুন:

আখ কাটার পর জমিতে যে ছোট চারা গাছ জন্মায় একে রেটুন বলে। অর্থাৎ আখের চারাগাছকে রেটুন বলা হয়।

কৃষির শ্রেণীবিভাগ, webbhugol
কৃষির শ্রেণীবিভাগ

জায়িদ ফসল চাষ-গ্রীষ্মকালে যেসব ফসল চাষ করা হয় তাদের জায়িদ ফসল বলে।
খারিফ ফসল চাষ– বর্ষাকালে যেসব ফসল চাষ করা হয় তাদের খারিফ ফসল বলে।
রবি ফসল চাষ- শীতকালে এই ফসল চাষ করা হয় তাদের রবি ফসল।

  • স্থানান্তর কৃষি ‘Slash and Burn’ কৃষি নামেও পরিচিত।
  • সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন- উইলিয়াম এস গ্যান্ড।
  • সবুজ বিপ্লবের জনক হলেন- নরম্যান বোরলগ
  • ভারতীয় সবুজ বিপ্লবের জনক হলেন- এম. এস. স্বামীনাথন।
  • ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন – ডক্টর ভার্গিস ক্যুরিয়ান।
  • Milkman of India‘ হলেন – ভার্গিস ক্যুরিয়ান।
  • ভারতের নীল বিপ্লবের জনক- অরুপ কৃষ্ণান বলা হয়।
  • ব্রাজিলের কফি বাগিচাগুলি ‘ফাজেন্ডা’ নামে পরিচিত।
  • ভারতের কফি গবেষণাগার কর্ণাটকের ‘চিকমাগালুরে’ অবস্থিত।
  • বাণিজ্যিকভাবে ফুলের চাষ- ‘ফ্লোরিকালচার’,
  • ফলের চাষ – ‘পোমাম কালচার‘,
  • শাকসবজির চাষ-‘ওলেরিকালচার
  • আঙ্গুর চাষ- ভিটিকালচার
  • মৎস্যচাষ- পিসিকালচার
Class 11 1st Semester Question Answer
Class 11 1st Semester Question Answer

1.ভারতের ‘শ্বেত বিপ্লবের জনক’ হলেন-
A.নরম্যান বোরলগ,
B.রোনাল্ড রস,
C.এম এস স্বামীনাথন,
D.ড: ভার্গিস কুরিয়েন।
Ans:D.ড: ভার্গিস কুরিয়েন।

2.মালয়েশিয়ায় স্থানান্তর কৃষিকে বলা হয়-
A.লাদাং,
B.মিলপা,
C.ঝুম
D.রোকা
Ans:A.লাদাং

3.কফি কোন্ ধরনের কৃষিজ ফসল?
A.প্রগাঢ়
B.ব্যাপক
C.বাগিচা
D.মিশ্র কৃষি
Ans:C.বাগিচা

4.ভারতের ‘শর্করা রাজ্য’ হল-
A.মহারাষ্ট্র
B.উত্তরপ্রদেশ
C.তামিলনাড়ু
D.পাঞ্জাব
Ans:B.উত্তরপ্রদেশ

5.একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে বলে
A.বাণিজ্যিক
B.বাগিচা
C.উদ্যান
D.শস্যাবর্তন
Ans:D.শস্যাবর্তন

6.ভারতে সবুজ বিপ্লব ঘটে-
A.পঞ্চাশ দশকে
B.ষাট দশকে
C.সত্তর দশকে
D.আশির দশকে
Ans:B.ষাট দশকে

7.সর্বপ্রথম ‘সবুজ বিপ্লব’ শব্দটি ব্যবহার করেন-
A.ড. নরম্যান আর্নেস্ট বোরলগ
B.উইলিয়াম এস. গান্ড
C.ড. এম. এস. স্বামীনাথন
D.ড. ভার্গিস কুরিয়েন
Ans:B.উইলিয়াম এস. গান্ড

8.শস্য উৎপাদনের সাথে পশু পালনের সমন্বয়ে গড়ে ওঠা কৃষিকার্য হল-
A.নিবিড় কৃষি
B.ব্যাপক কৃষি
C.মিশ্র কৃষি
D.ডেয়ারি কৃষি
Ans:C.মিশ্র কৃষি

9.মিশ্র কৃষি ব্যবস্থার জন্য উপযুক্ত মাটি হল
A.চারনোজেম
B.পডজল
C.ল্যাটেরাইট
D.লোহিত
Ans:A.চারনোজেম

10.বাণিজ্যিক কৃষিব্যবস্থা কোন্ অঞ্চলে সর্বাধিক গড়ে উঠেছে?
A.নাতিশীতোয় তৃণভূমি
B.ক্রান্তীয় তৃণভূমি
C.আমাজন অববাহিকা
D.দক্ষিণ-পূর্ব এশিয়া
Ans:A.নাতিশীতোয় তৃণভূমি

11.কোন্ কৃষি ব্যবস্থায় মাথাপিছু উৎপাদন সর্বাধিক?
A.অস্থায়ী আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
B.স্থায়ী আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
C.নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষি
D.বাণিজ্যিক কৃষি
Ans:D.বাণিজ্যিক কৃষি

12.কোন্ কৃষি ব্যবস্থায় যন্ত্র এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সর্বাধিক?
A.অস্থায়ী আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
B.স্থায়ী আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি
C.নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষি
D.বাণিজ্যিক কৃষি
Ans:D.বাণিজ্যিক কৃষি

12.নিম্নলিখিত কোন্ অঞ্চলটিতে মিশ্রকৃষি ব্যবস্থা প্রচলিত?
A.প্রেইরি তৃণভূমি
B.পম্পাস তৃণভূমি
C.ডাউনস্ তৃণভূমি
D.সব-কটি প্রযোজ্য
Ans:D.সব-কটি প্রযোজ্য

13.অপারেশন ফ্লাড________বিপ্লবের সঙ্গে সংযুক্ত
A.সবুজ
B.শ্বেত
C.নীল
D.শিল্প
Ans:D.সব-কটি প্রযোজ্য

14.সর্বাধিক ঝুঁকিহীন কৃষি ব্যবস্থা
A.বাগিচা কৃষি
B.উদ্যান কৃষি
C.মিশ্র কৃষি
D.মৌসুমি কৃষি
Ans:C.মিশ্র কৃষি

15.মিশ্র কৃষি ব্যবস্থা পৃথিবীর যে ধরনের অঞ্চলে লক্ষ্য করা যায়-
A.নিরক্ষীয় অঞ্চলে
B.ক্রান্তীয় অঞ্চলে
C.হিমমন্ডলে
D.নাতিশীতোয়ুমন্ডলে
Ans:D.নাতিশীতোয়ুমন্ডলে

16.মিশ্র কৃষি ব্যবস্থার উল্লেখযোগ্য দিক হল
A.শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস করা
B.শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস না করা
C.কেবলমাত্র খাদ্যফসল উৎপাদন করা
D.প্রযুক্তিহীন কৃষি ব্যবস্থা
Ans:A.শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস করা

17.উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয়, তখন তাকে বলে –
A.জীবিকাসত্তাভিত্তিক কৃষি
B.বাণিজ্যিক কৃষি
C.স্থানান্তর কৃষি
D.উদ্যান কৃষি
Ans:A.জীবিকাসত্তাভিত্তিক কৃষি

18.আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্র অবস্থিত –
A.মেক্সিকোতে
B.চিনে
C.ফিলিপিন্সে
D.ভারতে
Ans:C.ফিলিপিন্সে

19.শস্যাবর্তন এর প্রধান উদ্দেশ্য হলো
A.অধিক ফসল ফলানো
B.মাটির আর্দ্রতা বৃদ্ধি
C.মাটির উর্বরতা বৃদ্ধি
D.কৃষিজমির পরিমাণ বৃদ্ধি
Ans:C.মাটির উর্বরতা বৃদ্ধি

20.কোন বিপ্লবের সাথে অপারেশন ফ্লাড জড়িত?
A.সবুজ বিপ্লব
B.গোলাপি বিপ্লব
C.সাদা বিপ্লব
D.নীল বিপ্লব
Ans:C.সাদা বিপ্লব

21.i.মাথাপিছু উৎপাদন বেশি – A. পোমামকালচার
ii. বাণিজ্যিক শাকসবজি চাষ – B. বাণিজ্যিক কৃষি
iii. বাণিজ্যিক ফল চাষ – C. ওলেরি কালচার
D. ফ্লোরিকালচার

A.i-B,ii-D,iii-A.
B.i-B,ii-A,iii-C.
C.i-B,ii-C,iii-D
D.i-B,ii-C,iii-A
Ans:D.i-B,ii-C,iii-A

22.(ⅰ) চেনা- শ্রীলঙ্কার স্থানান্তর কৃষি
(ii) ধান – নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল
(iii) গম – অস্থায়ী আদিমজীবিকা সত্তাভিত্তিক কৃষি
(iv) প্রেইরি – নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষি অঞ্চল

a. (ii), (iii), (iv) সঠিক; (i) সঠিক নয়
b. (i), (ii), সঠিক; (iii), (iv) সঠিক নয়
c. (i), (ii), (iv) সঠিক; (iii) সঠিক নয়
d. (i), (ii), (iii), (iv)-সবকটিই সঠিক

Ans:b. (i), (ii), সঠিক; (iii), (iv) সঠিক নয়

23.(i) শস্যাবর্তন – বাজার বাগান কৃষি
(ii) ডাউনস্ তৃণভূমি – বাণিজ্যিক কৃষি অঞ্চল
(iii) বাণিজ্যিক কৃষি – মাথাপিছু উৎপাদন কম
(iv) স্থানান্তর কৃষি- ‘Slash and Burn’ কৃষি

A.(ii) ও (iv) সঠিক এবং (i) ও (iii) সঠিক নয়
B.(i), (ii), (iii), (iv) সব-কটি সঠিক
C.(i), (ii), (iv) সঠিক এবং (iii) সঠিক নয়
D.(i) সঠিক এবং (ii), (iii), (iv) সঠিক নয়
Ans:A.(ii) ও (iv) সঠিক এবং (i) ও (iii) সঠিক নয়

24.মিল করো:

Column- AColumn- B
A.নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষিi.ভার্গিস ক্যুরিয়ান
B.কৃষি ও পশুপালনের সমন্বয়ii.বাণিজ্যিক ফল চাষ
C.পোমাম কালচারiii.মাথাপিছু উৎপাদন কম
D. ‘Milkman of India’iv.মিশ্রকৃষি

A.A-(iv), B-(i), C-(ii), D-(iii)
B.A-(iii), B-(iv), C-(ii), D-(i)
C.A-(i), B-(iv), C-(ii), D-(iii)
D.A-(iii), B-(i), C-(ii), D-(iv)
Ans: B. A-(iii), B-(iv), C-(ii), D-(i)

25.বিবৃতি (A): বাণিজ্যিক কৃষির প্রধান ফসল হল গম।
বিবৃতি (R): নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলে যন্ত্রের মাধ্যমে ব্যাপকহারে গম চাষ সুবিধাজনক।

A. (A) সঠিক কিন্তু (R) মিথ্যা
B.(A) মিথ্যা কিন্তু (R) সঠিক
C.A ও R সঠিক কিন্তু (R), A এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি
D. A ও R সঠিক কিন্তু R, A-এর ব্যাখ্যা ঠিক
Ans:D. A ও R সঠিক কিন্তু R, A-এর ব্যাখ্যা ঠিক

Online Mock Test

Coming soon…

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!