নবম শ্রেণী ৭ম অধ্যায় : ভারতের সম্পদ

নবম শ্রেণী ৭ম অধ্যায় : ভারতের সম্পদ

1.বস্তুর কার্যকারিতার সূত্র কে দেন?

Ans: জিমারম্যান

2.সম্পদের কার্যকারিতার তত্ত্ব কে দেন?

Ans: জিমারম্যান

3.’World Resources and Industries ‘ গ্রন্থটি কে লেখেন?

Ans:জিমারম্যান

4.গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট কোন ধরনের সম্পদের উদাহরণ ?

Ans:অদ্বিতীয়

5.লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি?

Ans: ম্যাগনেটাইট

6.আকরিক লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

Ans:ওড়িশা

7.ভারতের কোন জাতীয় লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়?

Ans:হেমাটাইট।

8.দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ।

Ans:কয়লা, খনিজ তেল

9.কয়লার সবচেয়ে উৎকৃষ্ট আকরিক কোনটি?

Ans:অ্যানথ্রাসাইট।

10.ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি?

Ans:রানিগঞ্জ

11.ভারতের লিগনাইটের ভান্ডার কাকে বলে?

Ans:নেভেলি (তামিলনাড়ু)

12.তরল সোনা কাকে বলে?

Ans:খনিজ তেলকে।

13.ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি?

Ans:অসমের ডিগবয়।

14.ভারতের বৃহত্তম তৈল শোধনাগর কোনটি?

Ans:জামনগর।

15.কাকে সাদা কয়লা বলে?

Ans:জলবিদ্যুৎ কে।

16.ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?

Ans:তেহরি বাঁধ প্রকল্প

17.ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে?

Ans:দার্জিলিং এর সিদ্রাপং এ।

18.ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?

Ans:তারাপুর (মহারাষ্ট্র)

19.ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?

Ans:কুদানকুলাম (তামিলনাড়ু)

20.ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?

Ans:মুপান্ডল (তামিলনাড়ু)

21.ONGC এর সদর দপ্তর কোথায়?

Ans:দিল্লি।

22.NHPC এর পূর্ণ অর্থ কি?

Ans: National Hydro-electric Power Corporation.

MCQ TEST

Created by Author Webbhugol

নবম শ্রেণী ৭ম অধ্যায় : ভারতের সম্পদ

1 / 10

1. সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবাল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূল আছড়ে পড়ে তাকে বলে -

2 / 10

2.

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

3 / 10

3.

মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কে দেন?

a.

4 / 10

4. কোন স্কেলে সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

 

5 / 10

5.

সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটি?

6 / 10

6.

ভূমিকম্পের দেশ কাকে বলে?

ভূমিকম্পের দেশ কাকে বলে?

7 / 10

7.

প্যানজিয়া হল-

8 / 10

8.

একটি অন্তর্জাত প্রক্রিয়া হল-

9 / 10

9.

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

10 / 10

10. একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-

Your score is

The average score is 55%

0%

2 Marks Questions

3 Marks Questions

5 Marks Questions

নবম শ্রেণী ১ম অধ্যায় : গ্রহরূপে পৃথিবী 👉 Click Here

নবম শ্রেণী ২য় অধ্যায় : পৃথিবীর গতি সমূহ 👉 Click Here

Please Share

Leave a Comment

error: Content is protected !!