বারিমন্ডল সেমিস্টার 3 |Class 11 Semester 3 Geography
বারিমন্ডল সেমিস্টার 3 | Class Xii বারিমন্ডল সেমিস্টার 3
এখানে বিষয়ভিত্তিক সমস্ত প্রশ্ন-উত্তর গুলি তুলে ধরা হলো। এছাড়া অনলাইন মক টেস্টের লিঙ্ক নিচে দেওয়া হল।
বারিমন্ডল বা জলমন্ডল
- সমুদ্র, মহা সমুদ্র, খাল, বিল, নদী, নালা ,জলাশয়, জলাভূমি সমস্ত কিছু পৃথিবীর বারিমন্ডলের অন্তর্গত।
- পৃথিবীর প্রায় তিন ভাগ জল এক ভাগ স্থল। মোট জলের ৯৭.৫ শতাংশ হল লবণাক্ত জল এবং বাকি ২.৫% হল স্বাদু জল বা মিষ্টি জল।
- পৃথিবীতে মোট স্বাদু জলের প্রায় ৬৯ শতাংশ মেরু অঞ্চলে ও পার্বত্য অঞ্চলে বরফ ও হিমবাহ রূপে অবস্থান করছে। এছাড়া প্রায় ৩০.৭ শতাংশ ভৌম জল রূপে সঞ্চিত আছে। সাধু জলের মাত্র ০.৩ শতাংশ নদী হ্রদ ও জলাশয় সঞ্চিত রয়েছে।
মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি

প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক এবং তৃতীয় গভীরতম মহাসাগর আটলান্টিক মহাসাগর।
- মহিসোপান: সমুদ্রের ২০০ মিটার গভীরতা যুক্ত মৃদু ঢাল বিশিষ্ট মহাদেশ দেশের প্রসারিত অংশকে মহিসোপান বলে।
- মহীঢাল : মহিসোপানের শেষ অংশ থেকে যে খাড়া ঢাল গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত বিস্তৃত তাকে মহীঢাল বলে।
- গায়ট:সমুদ্রের জলের তলে অবস্থিত চ্যাপ্টা শীর্ষ দেশ বিশিষ্ট আগ্নেয় পাহাড় গায়ট নামে পরিচিত।গায়ট নামকরণ করেছিলেন হেনরি গায়ট।
- পৃথিবীর গভীরতম স্থান হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ (১১০৩৩ মি.) ব্রিটিশ জাহাজ চ্যালেঞ্জার চ্যালেঞ্জের ডেপথ আবিষ্কার করেন এবং রুশ জাহাজ ভিটিয়াজ গভীরতা নির্ণয় করেন।
- ভারত মহাসাগরের গভীরতম খাত হলো সুন্দাখাত (৭৪৫০মি)
- প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি সমুদ্র খাত অবস্থিত।অভিসারী পাত সীমান্তে অধিকাংশ মহা সামুদ্রিক খাত গুলো গড়ে ওঠে।
- মধ্য সামুদ্রিক শৈলশিরার আকৃতি ইংরেজি S অক্ষরের মতো। এটি পৃথিবীর দীর্ঘতম শৈলশিরা। এটি মিটিওর নামে এক জাহাজের সাহায্যে আবিষ্কার করা হয়।
- প্রশান্ত মহাসাগর নামকরণ করেন ফার্দিনান্দ ম্যাগেলান।
- প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4280 মিটার।
- টোঙ্গা খাতের গভীরতম অংশের নাম হরাইজন ডেপথ।
আটলান্টিক মহাসাগর:

- আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয় লস্ট ওয়ার্ল্ড এর আটলান্টিস থেকে।
আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজি S অক্ষরের মতো।
আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত হল পুয়ের্তোরিকো খাত (৮৬০০ মি)। - সবচেয়ে বেশি মহিসোপান দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর সবচেয়ে প্রশস্ত মহিসোপান হল গ্র্যান্ড ব্যাংক।
- মধ্য সামুদ্রিক শৈলশিরা রোমান্স খাত দ্বারা উত্তর দক্ষিনে বিভক্ত।
- মধ্য সামুদ্রিক শৈলশিরা উত্তর অংশ ডলফিন উচ্চভূমি এবং দক্ষিণাংশ চ্যালেঞ্জের উচ্চভূমি নামে পরিচিত।
- আটলান্টিক মহাসাগরের বৃহত্তম বেসিন হল উত্তর-পশ্চিম আটলান্টিক বেসিন।
- আটলান্টিক মহাসাগরে টেলিগ্রাফ মালভূমি অবস্থিত।
- আটলান্টিক মহাসাগরের বারমুন্ডা হল প্রবাল দ্বীপ।
ভারত মহাসাগর:
- ভারত মহাসাগরের গড় গভীরতা ৩৯৬০ মিটার।
- ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাত হল সুন্দা খাত।
- ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ হল মাদাগাস্কার ।
- ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ- লাক্ষাদ্বীপ, মালদ্বীপ।
- ভারত মহাসাগরের গভীরতম বেসিন হল- কোকোজ কিলিং বা ইন্দো অস্ট্রেলিয়া বেসিন।
মহাসাগর | গভীরতম খাত | গভীরতম অংশ |
প্রশান্ত মহাসাগর | মারিয়ানা খাত | চ্যালেঞ্জার ডেপথ (১১০৩৩ মি.) |
আটলান্টিক মহাসাগর | পুয়ের্তোরিকো খাত (৮৬০০ মি) | মিলওয়াকি ডেপথ (8380 মি.) |
ভারত মহাসাগর | সুন্দা খাত | — |
সমুদ্র জলের উষ্ণতা, লবনতা ও ঘনত্ব
- সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক যন্ত্র-স্ট্যান্ডার্ড থার্মোমিটার (সমুদ্রপৃষ্ঠের) ,রিভার্স থার্মোমিটার (গভীর জলের)
- সমুদ্র জলের গড় উষ্ণতা 17.2°সেলসিয়াস।
- সমুদ্র জলের পৃষ্ঠদেশের গড় বার্ষিক উষ্ণতা 27.7° সেলসিয়াস।
- ফটিক অঞ্চল: সমুদ্রপৃষ্ঠের ১০০ থেকে ২০০ মিটার গভীরতা পর্যন্ত যেখানে সূর্যের আলো খুব সহজে প্রবেশ করতে পারে সে অঞ্চলকে ফটিক অঞ্চল বলে।
- অফটিক অঞ্চল: সমুদ্র জলে ২০০ মিটার নিচে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাকে অফটিক অঞ্চল বলে।
- থার্মোক্লাইন স্তর: সমুদ্রের গভীরে যে অঞ্চল বরাবর গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে কমে যায়। সাধারণত ২০০ মিটার থেকে এক হাজার মিটার গভীরতা যুক্ত স্থান এই অঞ্চলের মধ্যে পড়ে।
- হিপসোমেট্রিক রেখা:যে রেখার সাহায্যে মহাদেশ ও মহাসাগরের উচ্চতা ও গভীরতার উলম্ব বন্টন দেখানো হয়।
- আইসোবাথ: সমান গভীরতা বিশিষ্ট কাল্পনিক রেখা।
- আইসোহ্যালাইন: সমুদ্রের সমান লবনতা বিশিষ্ট স্থান যোগকারী কাল্পনিক রেখা।
- হ্যালোক্লাইন:সমুদ্রের জলে দ্রুত লবণতা পাল্টায় হ্যালোক্লাইন স্তরে।
- সমুদ্র জলের দ্রবীভূত লবণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সোডিয়াম ক্লোরাইড (৭৭.৮%)
- সমুদ্র জলের লবনতা পরিমাপ করার যন্ত্রের নাম- স্যালিনোমিটার।
- T-S ডায়াগ্রাম: যে লেখচিত্রে সমুদ্র জলের উষ্ণতা ও গভীরতা একই সঙ্গে উপস্থাপন করা হয়।
- সমুদ্র জলের গড় লবণতা-৩৫%°
- প্রশান্ত মহাসাগরের গড় লবণতা ৩৪%°
- আটলান্টিক মহাসাগরের গড় লবণতা ৩৫.৬৭%°
- ভারত মহাসাগরের বড় লবণতা ৩৫% পৃথিবীর সর্বাধিক লবনতা দেখা যায়। তুরস্কর ভ্যানগলু হ্রদে (৩৩০%)
- সবচেয়ে কম লবণতা যুক্ত জলভাগ কাস্পিয়ান সাগর।
সমুদ্র সম্পদ ও সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয়

- ফেরো ম্যাঙ্গানিজ নুড়ি সর্বাধিক পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে।
- OTEC– Ocean Thermal Energy Conversion. সমুদ্রের উপর পৃষ্ঠের জল ও সমুদ্রের গভীর জলের উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি।
- সামুদ্রিক অবক্ষেপ সম্পর্কে প্রথম ধারণা দেন ক্যাপ্টেন ফিপস।
- অগভীর সমুদ্রের জৈব সঞ্চয়কে নেরিটিক সঞ্চয় বলে।
- রেডিওয়াল্যারিয়ান ও ডায়াটম সিন্ধুকর্দ সিলিকা জাতীয় সিন্ধুকর্দ।
- আংশিক স্থলবিধৌত ও আংশিক সামুদ্রিক পদার্থ মহীঢালে যে সঞ্চয়জাত পদার্থ জমা হয় তাকে হেমিপিলেজিক অবক্ষেপ বলে।
- গভীর সমুদ্রের জৈব এবং অজৈব পদার্থের সঞ্চয়কে পিলিজিক অবক্ষেপ বলে।
MCQ Question Answer
1.সমুদ্রের গভীরতা নির্ণয় কারী যন্ত্রের নাম-
a.হাইড্রোমিটার
b.ইকোসাউন্ডার
c.ব্যারোমিটার
d.স্যালিনোমিটার
Ans:b.ইকোসাউন্ডার
2.মহিসোপান অঞ্চলের গড় গভীরতা-
a.১০০ মিটার
b.২০০ মিটার
c.৩০০ মিটার
d.৪০০ মিটার
Ans:b.২০০ মিটার
3.আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার উচ্চভূমি যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিন্ন-
a.মারিয়ানা খাত
b.রোমান্স খাত
c.সুন্দা খাত
d.পুয়ের্তোকো খাত
Ans:b.রোমান্স খাত
4.সমুদ্র জলের প্রধান লবণ হল-
a.ম্যাগনেসিয়াম ক্লোরাইড
b.সোডিয়াম ক্লোরাইড
c.পটাসিয়াম সালফেট
d.ক্যালসিয়াম কার্বনেট
Ans:b.সোডিয়াম ক্লোরাইড
5.মধ্য সামুদ্রিক শৈলশিরার উত্তর অংশের নাম-
a.থমসন
b.ডলফিন
c.চ্যালেঞ্জার
d.রোমান্স
Ans:b.ডলফিন
6.কোনটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ-
a.রেডিওয়ালারিয়ান
b.টেরোপড
c.ডায়াটম
d.প্রবাল
Ans:b.টেরোপড
7.কোন মহাসাগরে সর্বাধিক ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস সঞ্চিত আছে?
a.প্রশান্ত মহাসাগরে
b.ভারত মহাসাগরে
c.আটলান্টিক মহাসাগরে
d.সুমেরু মহাসাগরে
Ans:a.প্রশান্ত মহাসাগরে
8.সমুদ্রের গড় লবনতার পরিমাণ (সহস্ত্রাংশে)
a.30%
b.35%
c.37%
d.40%
Ans:b.35%
9.সমুদ্রের সমান লবণতা যুক্ত স্থান গুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়-
a.আইসোবাথ
b.আইসোবার
c.আইসোহেলাইন
d.আইসোহাইট
Ans:c.আইসোহেলাইন
10.নিরক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠে জলের গড় উষ্ণতা-
a.20°C
b.24°C
c.26.7°C
d.30°C
Ans:c.26.7°C
11.পৃথিবীর উষ্ণতম মহাসাগর কোনটি?
a.প্রশান্ত মহাসাগর
b.আটলান্টিক মহাসাগর
c.ভারত মহাসাগর
d.সুমেরু মহাসাগর
Ans:a.প্রশান্ত মহাসাগর
12.নিম্নলিখিত সাগর গুলির মধ্যে যে সাগরের লবণতা অপেক্ষাকৃত বেশি–
a.কৃষ্ণ সাগর
b.কাস্পিয়ান সাগর
c.বাল্টিক সাগর
d.লোহিত সাগর
Ans:d.লোহিত সাগর
13.গভীর সমুদ্রে নিমজ্জিত চ্যাপ্টা শীর্ষ দেশ বিশিষ্ট পাহাড় কি নামে পরিচিত?
a.টিলা
b.হামস
c.গায়ট
d.সমুদ্রগিরি
Ans:c.গায়ট
14.সমুদ্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হল-
a.মহীসোপান
b.মহীঢাল
c.সমুদ্র খাত
d.গভীর সমুদ্রের সমভূমি
Ans:a.মহীসোপান
15.৯০ ডিগ্রী পূর্ব শৈলশিরা কোন মহাসাগরে অবস্থিত?
a.প্রশান্ত মহাসাগর
b.ভারত মহাসাগর
c.আটলান্টিক মহাসাগর
d.কুমেরু মহাসাগর
Ans:b.ভারত মহাসাগর
16.মিল কর :
A স্তম্ভ | B স্তম্ভ |
(i) থার্মোক্লাইন স্তর | (a) লবণতার দ্রুত পরিবর্তন |
(ii) পিকনোক্লাইন স্তর | (b) উন্নতার দ্রুত পরিবর্তন |
(iii) হ্যালোক্লাইন স্তর | (c) সৌররশ্মির প্রবেশে বাধা |
(iv) অ্যাফোটিক স্তর | (d) ঘনত্বের পরিবর্তন |
সঠিক উত্তরটি হল
a.(i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
b.(i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
c.(i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
d.(i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a
Ans: b.(i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
17.ঢালের অধোঃক্রমে সাজিয়ে সঠিক উত্তরটি হল-
a.মহিঢাল>মহিসোপান>মহিজাগান>সামুদ্রিক ক্যানিয়ন
b. মহিঢাল>সামুদ্রিক ক্যানিয়ন>মহিজাগান>মহিসোপান
c. সামুদ্রিক ক্যানিয়ন>মহিঢাল>মহিজাগান>মহিসোপান
d. সামুদ্রিক ক্যানিয়ন>মহিঢাল>মহিসোপান>মহিজাগান
Ans: b. মহিঢাল>সামুদ্রিক ক্যানিয়ন>মহিজাগান>মহিসোপান
18.সমুদ্রজলের ঘনত্ব প্রধানত কোন্ এককে প্রকাশ করা হয়?
a. Kg/m³
b. gm/cm³
c. gm/L
d.সবকটিই সঠিক
Ans: b. gm/cm³
19. পিকনোক্লাইন হল-
a. সমুদ্রের অঞ্চল যেখানে দ্রুত ঘনত্বের পরিবর্তন হয়
b.সমুদ্রজলের ঘনত্ব মাপক যন্ত্র
c. সূক্ষ্ম সামুদ্রিক জীব যা ঘনত্বকে নিয়ন্ত্রণ করে
d. একটি অঞ্চল যেখানে ঘনত্ব সর্বদা একই প্রকার
Ans: a. সমুদ্রের অঞ্চল যেখানে দ্রুত ঘনত্বের পরিবর্তন হয়
20.কোন্ যন্ত্রে সমুদ্রের লবণতা মাপা হয়?
a. স্যালিনোমিটার
b. ব্যারোমিটার
c.হাইড্রোমিটার
d.থার্মোমিটার
Ans: a. স্যালিনোমিটার
Online Mock Test
Update Soon…
ভূগাঠনিক বিদ্যা 👉 Click Here
ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া 👉 Click Here
জলবায়ু 👉 Click Here
Thank you for visit.
Please Share
Very nice