অস্থিত পৃথিবী অষ্টম শ্রেণি দ্বিতীয় অধ্যায়

অস্থিত পৃথিবী অষ্টম শ্রেণি দ্বিতীয় অধ্যায় | class 8 অস্থিত পৃথিবী

নিচে এই অস্থিত পৃথিবী অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি যথাযথভাবে আলোচনা করা হলো।

Created by Author Webbhugol

অস্থিত পৃথিবী অষ্টম শ্রেণি দ্বিতীয় অধ্যায়

1 / 10

1.

একটি অন্তর্জাত প্রক্রিয়া হল-

2 / 10

2.

সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটি?

3 / 10

3. একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-

4 / 10

4.

ভূমিকম্পের দেশ কাকে বলে?

ভূমিকম্পের দেশ কাকে বলে?

5 / 10

5.

প্যানজিয়া হল-

6 / 10

6. কোন স্কেলে সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

 

7 / 10

7. সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবাল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূল আছড়ে পড়ে তাকে বলে -

8 / 10

8.

মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কে দেন?

a.

9 / 10

9.

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

10 / 10

10.

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

Your score is

The average score is 66%

0%

1.মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কে দেন?

a.আলফ্রেড ওয়েগনার
b.উইলসন
c.লা পিঁচো
d.হ্যারি হেস

Ans:a.আলফ্রেড ওয়েগনার

2.পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

a.৫টি
b.৭টি
c.১০টি
d.১২টি

Ans:b.৭টি

3.পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

a.প্রশান্ত মহাসাগরীয় পাত
b.আন্টার্টিকা পাত
c.ইউরেশীয় পাত
d.ভারতীয় পাত

Ans:a.প্রশান্ত মহাসাগরীয় পাত

4.সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটি?

a. P তরঙ্গ
b. S তরঙ্গ
c. L তরঙ্গ
d. R তরঙ্গ

Ans: c. L তরঙ্গ

5.ভূমিকম্পের দেশ কাকে বলে?

a.অস্ট্রেলিয়াকে
b.ব্রাজিলকে
c.ভেনেজুয়েলাকে
d.জাপানকে

Ans:d.জাপানকে

6.সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবাল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূল আছড়ে পড়ে তাকে বলে –

a.ম্যাগমা
b.প্রস্রবণ
c.সুনামি
d.কোরাল

Ans:c.সুনামি

7.কোন স্কেলে সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

a.রিখটার স্কেল।
b.ভার্নিয়ার স্কেল
c.ডায়াগনাল স্কেল
d.রৈখিক স্কেল

Ans:a.রিখটার স্কেল।

8.প্যানজিয়া হল-

a.মহা মহাদেশ
b.মহা মহাসাগর
c.ক্ষুদ্র দ্বীপ
d.চর

Ans:a.মহা মহাদেশ

9.একটি অন্তর্জাত প্রক্রিয়া হল-

a.ভূমিকম্প
b.হিমবাহ
c.সমুদ্র তরঙ্গ
d.নদী প্রবাহ

Ans:a.ভূমিকম্প

10.একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-

a.ইতালির ভিসুভিয়াস
b.জাপানের ফুজিয়ামা
c.ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া
d.মায়ানমারের পোপো

Ans:d.মায়ানমারের পোপো

SAQ Questions Answer

1.মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কে দেন?

Ans: আলফ্রেড ওয়েগনার।

2.পাত সংস্থান তত্ত্বের জনক কে?

Ans: লা পিঁচো।

3.পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

Ans: সাতটি।

4.কোন পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে?

Ans: অপসারী পাত সীমানাকে।

5.কোন পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে?

Ans: অভিসারী পাত সীমানাকে।

6.কোন পাত সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয়?

Ans: অভিসারী বা বিনাশকারী পাত সীমানায়।

7.ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি?

Ans: আরাবল্লী পর্বত।

8.সান আন্দ্রিজ চ্যুতি কোন পাত সীমানায় অবস্থিত?

Ans: নিরপেক্ষ পাত সীমানায়।

9.পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

Ans: প্রশান্ত মহাসাগরীয় পাত।

10.কোন পাতের চলন সর্বাধিক?

Ans: প্রশান্ত মহাসাগরীয় পাত।

11.কোন পাত সীমানায় মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়েছে?

Ans: অপসারী বা গঠনকারী পাত সীমানায়।

12.কোন কোন পাতের সংঘর্ষে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে?

Ans: ইউরেশীয় ও ভারতীয় পাত।

13.পাতের গতিশীলতার প্রধান কারণ কি?

Ans: পরিচলন স্রোত।

14.কোন আগ্নেয়গিরি ‘ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ’ নামে পরিচিত?

Ans: লিপারি দ্বীপের স্ট্রম্বলী।

15.ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও।

Ans: ব্যারেন।

16.ইতালির ভিসুভিয়াস কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ?

Ans: সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ।

17.জাপানের ফুজিয়ামা কোন ধরনের উদাহরণ?

Ans: সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ।

18.মায়ানমারের পোপা কোন ধরনের আগ্নেয়গিরি?

Ans: মৃত আগ্নেয়গিরি।

19.পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি?

Ans: হাওয়ায় দ্বীপপুঞ্জের মৌনালোয়া।

20.ভূমিকম্প কোন যন্ত্রের মাপা হয়?

Ans: সিসমোগ্রাফ।

21.কোন স্কেলে সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

Ans: রিখটার স্কেল।

22.রিখটার স্কেলের সূচক মাত্রা কত?

Ans: 0-10.

23.ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিবাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব কত?

Ans: ১৮০°

24.সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটি?

Ans: L তরঙ্গ

25.ভূমিকম্পের দেশ কাকে বলে?

Ans: জাপানকে।

26.ভারতের কোথায় বড় জলাধারে চাপে ভূমিকম্প হয়েছিল?

Ans: মহারাষ্ট্রের কয়না জলাধার।

27.কোন ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে?

Ans: P তরঙ্গ।

28.কোন ভূমিকম্প তরঙ্গ তরল মাধ্যমে চলাচল করতে পারে না?

Ans: S তরঙ্গ।

1.প্যানজিয়া কি?

Ans: ওয়েগনারের মতে প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো একে প্যানজিয়া বলা হয়।

2.প্যানথালাসা কি?

Ans: ওইগনার এর মতে প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অর্থাৎ পানজিয়া রূপে অবস্থান করতো তখন এর চারদিকে ছিল বিরাট মহাসাগর যা প্যানথালাসা নামে পরিচিত।

3.পৃথিবীর মোট সাতটি বড় পাতের নাম লেখ।

Ans: i.ইউরেশীয় পাত ii.ভারতীয় পাত, iii.উত্তর আমেরিকা পাত, iv.দক্ষিণ আমেরিকা পাত, v.প্রশান্ত মহাসাগরীয় পাত, vi আফ্রিকা পাত ও vii.আন্টার্টিকা পাত।

4.অপসারী বা গঠনকারী পাত সীমানা বলতে কি বোঝো?

Ans: যে পাত সীমানায় দুটি পাত পরস্পর একে অপরের থেকে দূরে সরে যায় তাকে অপসারী বা গঠনকারী পাচ্ছে পাত সীমানা বলে। এই পাত সীমানা বরাবর মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়।

5.অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলতে কী বোঝো?

Ans: যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হয়ে একে অপরের সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলে। এ পাচ্ছি মান বারবার ভঙ্গিল পর্বত গঠিত হয়।

পাত সীমানা
পাত সীমানা

6.নিরপেক্ষ পাত সীমানা বলতে কী বোঝো?

Ans: যে পাত সীমানায় দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি সৃষ্টি হয় এই এই সীমান্তে ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না একে নিরপেক্ষ পাত সীমানা বলে। যেমন ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি এই সীমানার উদাহরণ।

7.অগ্ন্যুদগম কাকে বলে?

Ans: ভূ অভ্যন্তরের গলিত পদার্থ ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল অংশ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে অগ্নুৎপাত বা অগ্ন্যুদগম বলে।

8.আগ্নেয়গিরি কাকে বলে?

Ans: এক কথায় ম্যাগমা ভূপৃষ্ঠের যে স্থান দিয়ে বেরিয়ে আছে তাকে আগ্নেয়গিরি বলে। অগ্ন্যুদগমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহবরের চারিদিকে ছড়িয়ে পড়ে এইভাবে বারবার অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পদার্থ জমাট বেধে শঙ্কু আকৃতির পর্বত আকার ধারণ করে একে আগ্নেয়গিরি বলে।

9.ম্যাগমা কাকে বলে?

Ans: শিলা ভূগর্ভের প্রচন্ড চাপ ও তাপে,বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।

10.লাভা কাকে বলে?

Ans: ভূগর্ভের এর গলিত উত্তপ্ত অর্ধ তরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এলে তাকে লাভা বলে।

11.জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে?

Ans: পৃথিবীতে যেসব আগ্নেয়গিরি থেকে এখনও অগ্নুৎপাত হচ্ছে তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলে।ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হল ব্যারেন

12.সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে?

Ans: যেসব আগ্নেয়গিরি থেকে বর্তমানে অগ্ন্যুৎপাত হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে হতে পারে সেগুলিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে।যেমন- জাপানের ফুজিয়ামা।

13.মৃত আগ্নেয়গিরি কাকে বলে?

Ans: পৃথিবীর যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অর্থাৎ আর কোনদিন অগ্নুৎপাত হবে না তাকে মৃত আগ্নেয়গির বলে।যেমন- মায়ানমারের পোপা,ভারতের নরকোন্ডম।

14.পাহোহো লাভা (Pahoehoe Lava) কাকে বলে?

Ans: তরল প্রকৃতির বেশি গতিশীল লাভা হল পাহোহো লাভা। এটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর উপরিভাগ দ্রুত ঠান্ডা হয় ও ভাঁজ পড়ে পাকানো দড়ির মতো দেখতে হয় তৈরি হয়।

15.আ আ লাভা (Aa Aa Lava) কাকে বলে?

Ans: যে আম্লিক ও সান্দ্র প্রকৃতির লাভার গতিশীলতা কম, তাকে আ আ লাভা বলে এর উপরের অংশ ঠান্ডা এবং নীচের অংশ ঘন খাকে। তাই এর ওপরের অংশ ভেঙে খন্ড খন্ড হয়।

16.ভূমিকম্প কী?

Ans: প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন ক্রিয়া-কলাপের প্রভাবে ভূ-অভ্যন্তরে আকস্মিক যে ক্ষণস্থায়ী কম্পনে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে তাকে ভূমিকম্প বলে।

17.ভূমিকম্পের কেন্দ্র কী?

Ans: ভূ-অভ্যন্তরে যেখান থেকে ভূমিকম্প তরঙ্গ প্রথম সৃষ্টি হয় সেই স্থানকে ভূমিকম্পের কেন্দ্র অর্থাৎ ভূমিকম্প তরঙ্গের উৎস স্থান।

18.উপকেন্দ্র কী?

Ans: ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের ঠিক উপরে যে স্থানে সর্বপ্রথম ভূমিকম্প তরঙ্গ এসে আঘাত হানে সেই স্থানকে উপকেন্দ্র বলে।ভূমিকম্পের উপকেন্দ্রে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সর্বাধিক হয়ে থাকে।

19.প্রাথমিক তরঙ্গ (Primary Wave) কাকে বলে?

Ans: ভূ-কম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ সর্বপ্রথম উপকেন্দ্রে আসে তাকে প্রাথমিক তরঙ্গ বা P তরঙ্গ বলে। এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গ শক্তিশালী এবং সবথেকে দ্রুতগামী (বেগ 6 কিমি/সে)। এই তরঙ্গের দৈর্ঘ্য কম।

20..গৌণ তরঙ্গ (Secondary Wave) কাকে বলে?

Ans: ভূ-কম্পের উপকেন্দ্রে প্রাথমিক তরঙ্গের পরে যে তরঙ্গ পৌঁছায়, তাকে গৌণ তরঙ্গ বা ১ তরঙ্গ বলে। এটি অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গের গড় গতিবেগ 3.5 কিমি/সে। এই তরঙ্গ কঠিন পদার্থের উপর পীড়ন সৃষ্টি করে বলে একে পীড়ন তরঙ্গ বলে।

21.প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কাকে বলে?

Ans: প্রশান্ত মহাসাগরকে ঘিরে বলয় আকারে থাকা অভিসারী যে পাত সীমান্তে পৃথিবীর প্রায় ৭০% ভূমিকম্প হয় এবং ৮০% আগ্নেয়গিরি এ অঞ্চল অবস্থান করেছে এ অঞ্চলকে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেখলা বলে।

22.সুনামি (Tsunami) কী?

Ans: জাপানি শব্দ ‘Tsu’ অর্থে ‘বন্দর’, ‘Namis’ অর্থে ‘ঢেউ’। অর্থাৎ ‘Tsunami’ হল ‘বন্দরের ঢেউ।’ সমুদ্রগর্ভে ব্যাপক আকারের ভূমিকম্প হলে সমুদ্র উপকূলে যে প্রবল জলোচ্ছ্বাস উত্থিত হয় তাকে সুনামি বলে। 2011 সালে প্রশান্ত মহাসাগরের সুনামি জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

23.ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখ।

ম্যাগমালাভা
শিলা ভূগর্ভের প্রচন্ড চাপ ও তাপে,বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।ভূগর্ভের এর গলিত উত্তপ্ত অর্ধ তরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এলে তাকে লাভা বলে।
ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূ-অভ্যন্তরে অবস্থান করে।ভূপৃষ্ঠের বাইরে অবস্থান করে।
যেহেতু ভূ-অভ্যন্তরে অবস্থান করে ফলে বিভিন্ন গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে।যেহেতু ভূপৃষ্ঠে অবস্থান করে ফলে গ্যাস বায়ুমন্ডলে মিশে যায় মিশ্রিত অবস্থায় থাকে না।

24.ভারতের কোন অঞ্চল কতটা ভূমিকম্প প্রবণ তা চিত্রের সাহায্যে দেখাও?

Ans:

আলোচিত প্রশ্ন-উত্তর গুলি তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে অষ্টম শ্রেণীর প্রতিটা পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ে তোমাদের ফলাফল খুব ভালো হবে এটা নিশ্চিত।পরিশেষে বলি তোমরা তোমাদের পাঠ্য বইটি খুব ভালো করে পড়বে তবেই ফলাফল খুব ভালো হবে।

১ম অধ্যায় : পৃথিবীর অন্দরমহল 👉 Click Here

৩য় অধ্যায় : শিলা 👉 Click Here

নবম অধ্যায় : ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক 👉 Click Here

Please Share

Leave a Comment

error: Content is protected !!