UncategorizedCLASS XI

Class 11 Geography 1st Semester Syllabus | একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ভূগোল বিষয়ের সিলেবাস

SL No.বিষয়MCQMarks Alloted
1.প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ1 * 1515
2.মানবীয় ভূ-গোলের মৌলিক বিষয়সমূহ:1 * 1212
3.ভারতের ভূগোল:1 * 808
Unit-1বিষয় হিসাবে ভূগোল: ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি ও শ্রেণিবিভাগ; প্রাকৃতিক ভূগোলের পরিধি ও বিষয়বস্তু
Unit-2পৃথিবীর উৎপতি: পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ধ্রুপদি তত্ত্বসমূহ (কান্ট, জেফ্রীজ ও জীন্স), আধুনিক তত্ত্ব (বিগ ব্যাং তত্ত্ব)
পৃথিবীর অভ্যন্তরভাগ: পৃথিবীর অভ্যন্তর সম্পর্কিত তথ্যের উৎস সমূহ , পৃথিবীর অভ্যন্তর ভাগের পর্যালোচনার ক্ষেত্রে ভূকম্পবিজ্ঞানের প্রয়োগ ; পৃথিবীর স্তরবিন্যাস।
Unit-3ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া:অন্তর্জাত প্রক্রিয়াসমূহ – সংজ্ঞা, ধারণা, ও প্রকারভেদ; অগ্ন্যুলাম (সংজ্ঞা, ধারণা, অগ্ন্যুশ্চম (সংজ্ঞা, ধারণা, কারণসমূহ এবং অগ্নশ্চমের শ্রেণিবিভাগ) অগ্ন্যুলামের ফলে সৃষ্ট ভূমিরূপ; আগ্নেয়গিরির বিশ্ব বণ্টন। ভূমিকম্প (ভূমিকম্পের ধারণা ও সংজ্ঞা; ভূমিকম্প সম্পর্কিত বিষয়সমূহ; ভূমিকম্পের কারণ ও ফলাফল; ভূমিকম্প পরিমাপক যন্ত্রসমূহ ও স্কেল: ভারতসহ পৃথিবীর ভূমিকম্পনপ্রবণ অঞ্চল; সমুদ্র কম্পন এবং সুনামি)।
হির্জাত প্রক্রিয়াসমূহ: সংজ্ঞা, ধারণা ও প্রকারভেদ।
Unit-4 আবহাওয়া ও জলবায়ু:-বায়ুমণ্ডলের উপাদান এবং গঠন: বায়ুমণ্ডলের উপাদান সমূহ গ্যাসীয়, তরল ও কঠিন ; উষ্ণতার বৈশিষ্ট্য এবং উপাদানের বণ্টনের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস; ওজোন স্তরের গুরুত্ব (Ozone); ওজোন স্তর বিনাশের কারণ ও ফলাফলসমূহ।
Unit-1 মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সমূহ:মানুষ-প্রকৃতি সম্পর্কে ধারণা: মানবীয় ভূগোলের ক্ষেত্র এবং উপক্ষেত্র সমূহ।
unit-2 অর্থনৈতিক ভূগোল: অর্থনৈতিক কার্যাবলির শ্রেণিবিভাগ-উদাহরণ ও বৈশিষ্ট্যসহ অর্থনীতির প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমক্ষেত্রের কার্যাবলি।
প্রাথমিক কার্যাবলি:শিকার ও খাদ্যসংগ্রহ, পশুপালক যাযাবর; কৃষিকাজ (জীবিকাসভাভিত্তিক, বাণিজ্যিক, মিশ্র, বাজার-বাগান কৃষি এবং ডেয়ারি কৃষি); পৃথিবীর দুটি সর্বাধিক উৎপাদনকারী দেশের উৎপাদন ভিত্তিক বণ্টন (ভারত ছাড়া): কফি, আখ এবং কার্পাস; এবং খনিজ উত্তোলনের ধরণ এবং এর পরিবেশগত সমস্যা।
Unit-1দেশ হিসেবে ভারতবর্ষ: ভৌগলিক অবস্থান: আয়তন; প্রশাসনিক গঠন; প্রতিবেশী দেশসমূহ।
Unit-2ভারতের ভূ-গঠন ও ভূ-প্রকৃতি: ভূ-তাত্ত্বিক গঠন অনুযায়ী ভারতের ভূ-প্রাকৃতিক শ্রেণিবিভাগ (উপদ্বীপীয়, এক্সট্রা পেনিনসুলার, সিন্ধু-গঙ্গা সমভূমি; উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ)।
Unit-3ভারতের জলনির্গম ব্যবস্থা: প্রবাহের দিক ও জলের সরবরাহ অনুসারে ভারতের নদী-ব্যবস্থা (হিমালয় অঞ্চলের নদী-ব্যবস্থা; উপদ্বীপীয় অঞ্চলের নদী-ব্যবস্থা); নদী জলের ব্যবহার ও বন্টন।
একাদশ-শ্রেণীর-প্রথম-সেমিস্টার-ভূগোল-বিষয়ের-সিলেবাস
Class 11 Geography 1st Semester Syllabus

FULL MARKS: 30 , Course Code : GEGR

Unit 1 : Introduction to Maps (মানচিত্রের পরিচিতি) : Definition; components, types, importance and uses 02 Marks

Unit 2: Map scale (মানচিত্র স্কেল) : Concept and types of map scales; Graphical scale (Concept of Linear; Comparative; Diagonal; and Vernier scales; Construction of Linear scale) 04 Marks

Unit 3 : Map Projection (মানচিত্র অভিক্ষেপ) : Concept of map projection, Classification: Mathematical construction and properties of following projections- 05 Marks
a. Polar Zenithal Stereographic
b. Simple Conical with One Standard Parallel
c. Mercator’s Projection

Unit 4: Interpretation of Topographical Maps (ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ ও ব্যাখ্যা): 06 Marks
Topographical maps Study of Open series (1:50000 scale) of a plateau region, Identification of topographical features using cross section drawings. Identification of break of slopes cross section drawing and preparation of Broad Physiographic Divisions Topo Map. Typical features Identification of (Drainage, Natural Vegetation; Transport and Communication; Settlement); Establishment of relationship between different Physical elements and cultural elements using Transect Chart (Schematic method)

Unit 5: Interpretation of Indian Daily Weather Maps ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র পাঠ ও ব্যাখ্যা ): Daily Weather Maps of January and July months under following Heads-Pressure condition; Wind condition; Sky condition (cloudiness and 05 precipitation) 04 Marks

Unit 6 : Preparation and Presentation of Poster (পোস্টার প্রস্তুতি ও উপস্থাপনা ): Poster related to any one prominent hazard/disaster (Causes, consequences, 02 Preparedness and Management) with respect to West Bengal 04 (2+2) Marks

Unit 7: Lab (practical) Notebook and Viva Voce 5 (3+2) Marks

  • The laboratory notebook should contain A3 sized (42 cmx29.7 cm) white pages in landscape mode.
  • Poster A1 (59.4 cm x 84.1 cm, approximately). The poster should carry signatures of your subject teachers responsible for supervising the poster preparation.
  • Tutorial + Remedial + Assignments: 6+10+4= 20 Hours (Semester: I+II)

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!