৯ মাস পর সুনিতার ঘরে ফেরা

আমরা জানি নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নয় মাস অনিচ্ছাকৃতভাবে মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে এসেছেন।কিন্তু মোটেও কাজটা সহজ ছিল না। সারা বিশ্ব আজ তাদের এই অবিশ্বাস্য কর্মে গর্বিত ও আপ্লুত। পৃথিবীতে আজ পর্যন্ত এত দীর্ঘ সময় মহাকাশে কেউ ছিলেন না।
কতদিনের জন্য গিয়েছিলেন?
প্রাথমিকভাবে কথা ছিল আট দিনের জন্য মহাকাশে যাওয়ার আট দিন পরেই পৃথিবীর মাটিতে ফিরে আসবেন। কিন্তু অবশেষে নয় মাস পর তারা ফিরেছেন।সুনি ও বুচ ২০২৪ সালের জুন মাসে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের পরীক্ষামূলক আট দিনের মিশনের জন্য মহাকাশে গিয়েছিলেন।তবে প্রযুক্তিগত সমস্যার কারণে নাসা তাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) রেখে দেয় এবং স্টারলাইনারকে খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনে।

মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে পা রাখতে কোন কোন ধাপ পেরোতে হয়েছে?
- 1.মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই স্পেসশিপ তার ডানা খুলে ফেলবে I
- বায়ুমণ্ডলের তাপ সহ্য করতে (রকেট বার্ন প্রক্রিয়া) মহাকাশযানের মধ্যে থাকার তাপ ঢাল খুলে যাবে, যা মহাকাশচারীদের তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা করবেI
- পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই গতি কমিয়ে ফেলবে স্পেসশিপ
- এরপর খুলে যাবে চারটি প্যারাসুট
- প্যারাসুট এ ভর করেই যানটি নেমে আসবে পৃথিবীর বুকে I
বুধবার (১৯ মার্চ) ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ পৃথিবীর মাটি পৌঁছেছেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর টিম I

আমাদের মহাকাশচারী কল্পনা চাওলার কথা কোথাও যেন উঁকি দিয়ে উঠেছে। সেই দিন ২০০৩ সালের পয়লা ফেব্রুয়ারি 6 জন মহাকাশচারীর সঙ্গে কল্পনা চাওলা ও ফিরছিলেন পৃথিবীর দিকে কিন্তু মাত্র ১৬ মিনিট আগেই বায়ুমন্ডলে ভেঙে পড়ে তাদের মহাকাশযান i এই ঘটনার সাক্ষী হয়ে ছিল সারা বিশ্ব। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তাই সকলে ঈশ্বরের কাছে প্রার্থনায় রত ছিল সুনিতার টিমের জন্য।
শিক্ষণীয় অভিজ্ঞতা
এই চ্যালেঞ্জিং পরিস্থিতি নাসাকে মূল্যবান শিক্ষা দিয়েছে যে মহাকাশে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকা কতটা গুরুত্বপূর্ণ। এই সমস্যার সমাধানে নাসার প্রকৌশলীদের দ্রুত চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া
নাসা মহাকাশ অন্বেষণ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়ে যেতে থাকলে, এই মিশন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ভবিষ্যতের অভিযানের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। এই সফলতা প্রমাণ করে যে নাসার দল প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে এবং তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম।
স্পেসএক্সের ড্রাগন:

ফ্লোরিডার সময় রাত ১টা ৫ মিনিট নাসার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এক্সকিউজ মহাকাশযান সুনিতা উইলিয়াম ও তার সাথীদের নিয়ে স্পেসএক্স ক্রিউ-9 মহাকাশযানে যাত্রা শুরু করেন। ১৭ ঘণ্টা পর সুনিতা উইলিয়াম, বুচ সহ চারজন সাথী ফ্লোরিডা উপকূলে বুধবার রাত 3টা 27 মিনিটে অবতরণ করে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতা উইলিয়ামকে ভারতরত্ন দেওয়ার দাবি করেছেন।
Please Share