WBSLST/WBSSC

WBSSC SLST GEOGRAPHY QUESTIONS (IX-X)-2025 Answer Keys| WB SLST ভূগোল প্রশ্ন-উত্তর -2025

WBSSC SLST GEOGRAPHY QUESTIONS (IX-X)-2025 Answer Keys | WB SLST ভূগোল প্রশ্ন-উত্তর -2025
WBSSC SLST GEOGRAPHY QUESTIONS (IX-X)-2025 Answer Keys| WB SLST ভূগোল প্রশ্ন-উত্তর -2025

1.পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে-
(A) কার্ডামম পাহাড়ে
(B) পালনী পাহাড়ে
(C) আন্নামালাই পাহাড়ে

(D) নীলগিরি

Ans:(D) নীলগিরি

2রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়?
(A) বার্খান
(B) সিফ্
(C) প্রিয়ান
(D) ইয়ার্দাঙ

Ans:(C)ধ্রিয়ান

3.শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয়-
(A) হ্যালোফাইট
(B) হাইড্রোফাইট
(C) মেসোফাইট
(D) জেরোফাইট

Ans:(D) জেরোফাইট

4.কোন্ প্রকার পাতসীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে?
(A) অভিসারী পাতসীমান্ত
(B) প্রতিসারী পাতসীমান্ত
(C) নিরপেক্ষ পাতসীমান্ত
(D) স্থিতিশীল পাতসীমান্ত

Ans:(B) প্রতিসারী পাতসীমান্ত

5.থার্মোক্লাইন হল এমন একটি স্তর যেখানে-
(A)উষ্ণতার কোনো পরিবর্তন হয় না।
(B)চাপের হ্রাস ঘটে।
C) গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়।
(D) সূর্যালোকের পরিমাণ বৃদ্ধি পায়।

Ans:C) গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়।

6.তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়-

(A) স্পুস
(B) বাওবাব
(C) ক্যাকটাস
(D) মেহগনি

Ans:(A) স্পুস

  1. ‘শৈবাল সাগর’ সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে?

(A) ভারত মহাসাগর
(B) উত্তর মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর
(D) আটলান্টিক মহাসাগর

Ans:(D) আটলান্টিক মহাসাগর

৪. তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন?,

(A) তাপবিদ্যুৎকেন্দ্রে জলবিদ্যুতের তুলনায় কম গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়।
(B) তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবহার অপেক্ষাকৃত পুরাতন।
(C) তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম।
(D) তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না।

Ans:(C) তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম।

  1. ইলুভিয়েশন মাটির কোন্ স্তরে দেখা যায়?

(A) A
(B) D
(C) B
(D) C

Ans:(C) B

  1. কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন্ খনিজ পদার্থ পাওয়া যায়?
    (A) ম্যাঙ্গানিজ
    (B) কয়লা
    (C) চুনাপাথর
    (D) তামা

Ans:(A) ম্যাঙ্গানিজ

11.মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-

(A) ফসফরাস
(B) সিলিকা
(C) ক্যালসিয়াম
(D) সোডিয়াম

Ans:(A) ফসফরাস

  1. পৃথিবীর কোন্ মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়?

(A) আফ্রিকা
(B) উত্তর আমেরিকা
(C) ইউরোপ
(D) এশিয়া

Ans:(D) এশিয়া

  1. স্বল্প লবণতা সাধারণত দেখা যায়

(A)ক্রান্তীয় অঞ্চলে
(B)আবদ্ধ সাগরে
(C) নদীর মোহনায়
(D) প্রবাল প্রাচীরে

Ans:(C) নদীর মোহনায়

  1. বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়?

(A) 20%
(B) 10%
(C) 25%
(D) 50%

Ans:(B) 10%

  1. নিম্নলিখিত সমুদ্রস্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্রস্রোত?

(A) নিরক্ষীয় স্রোত
(B) হামবোল্ড স্রোত
(C) উপসাগরীয় স্রোত
(D) ব্রাজিলিয়ান স্রোত

Ans:(B) হামবোল্ড স্রোত

16.অনূর্ধ্ব ও তদূর্ধ্ব প্রকৃতির অজাইভের ছেদবিন্দু কোন্ মানকে নির্দেশ করে?

(A) মধ্যমা
(B) গড়
(C) সংখ্যাগুরু মান
(D) আদর্শ বিচ্যুতি

Ans:((A) মধ্যমা

  1. ‘নিকবিন্দু’-র উদ্ভব হয়-

(A) বহুচক্রিক নদী উপত্যকায়।
(B) পর্যায়িত নদী উপত্যকায়।
(C) নদী উপত্যকার নিম্নপ্রবাহে।
(D) বৃষ্টিবহুল নদী উপত্যকায়।

Ans:(A) বহুচক্রিক নদী উপত্যকায়।

  1. ঢালের ওপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল?

(A) ভূমিধ্বস
(B) কর্দম প্রবাহ
(C) প্রস্তরপতন
(D) মৃত্তিকা বিসর্পণ

Ans:(D) মৃত্তিকা বিসর্পণ

  1. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ঃক্রমিক-লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়?

(A)ভারতবর্ষ
(B)নাইজিরিয়া
(C) ব্রাজিল
(D) নরওয়ে

Ans:(D) নরওয়ে

  1. ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি এই নামে পরিচিত—

(A) মিল্লা
(B) ঝুম
(C) ফ্যাঙ
(D) লাদাঙ

Ans:(D) লাদাঙ (Option Wrong)

  1. লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে?

(A) লিমোনাইট
(B) হেমাটাইট
(C) ম্যাগনেটাইট
(D) সিডেরাইট

Ans:(C) ম্যাগনেটাইট

22.’ভূমিরূপ হল ভূ-গঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল’ – এই তত্ত্বটির প্রবক্তা কে?

(A) ডব্লিউ পেংক
(B) টি. এইচ. হ্যাক
(C) এল. সি. কিং
(D) ডব্লিউ. এম. ডেভিস

Ans:(D) ডব্লিউ. এম. ডেভিস

23.ভারতবর্ষে গমচাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি এই রাজ্যে-
(A) পাঞ্জাব
(B) হরিয়ানা
(C) মহারাষ্ট্র
(D) গুজরাট

Ans:(A) পাঞ্জাব

  1. কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে-

(A) পেডোক্যাল
(B) পেডালফার
(C) লবণাক্ত মাটি
(D) লিথোসল

Ans:(B) A) পেডোক্যাল/(C) লবণাক্ত মাটি

  1. একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ-জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কী নামে অভিহিত করা হয়?

(A) জনাধিক্য
(B) কাম্য জনসংখ্যা
(C) জনস্বল্পতা
(D) বহনক্ষমতা

Ans:(B) কাম্য জনসংখ্যা

26. কোন্ ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন?

(A) অধ্যাপক হার্বার্টসন
(B) কার্ল ও সয়ার
(C) হান্টিংটন
(D) কান্ট

Ans:(A) অধ্যাপক হার্বার্টসন

  1. নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোল্টির ক্ষেত্রে অভিক্ষেপতল মধ্য-অক্ষাংশকে স্পর্শ করে?

(A) মার্কেটর
(B) নমোনিক
(C) সাধারণ শাঙ্কব অভিক্ষেপ
(D) সাইনুসয়ডাল অভিক্ষেপ

Ans:(C) সাধারণ শাঙ্কব অভিক্ষেপ

  1. পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল

(A) মেসোস্ফিয়ার
(B) এক্সোস্ফিয়ার
(C) থার্মোস্ফিয়ার
(D) স্ট্রাটোস্ফিয়ার

Ans:(A) মেসোস্ফিয়ার

  1. বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না-

(A) দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়
(B) জনঘনত্ব হ্রাস পায়
(C) তীব্র বেকার সমস্যা দেখা যায়
(D) উৎসস্থলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে

Ans:(D) উৎসস্থলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে

  1. নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোন্টি মৃত আগ্নেয়গিরির উদাহরণ?

(A) ভিসুভিয়াস
(B) মৌনালোয়া
(C) নারকোন্ডাম
(D) এটনা

Ans:(C) নারকোন্ডাম

  1. এর মধ্যে কোন্টি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে?
    (A) হরিণ
    (B) গিরগিটি
    (C) ক্লস্ট্রিডিয়াম
    (D) প্ল্যাঙ্কটন

Ans:(C) ক্লস্ট্রিডিয়াম

  1. একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত?
    (A) 90°
    (B) 180°
    (C) 270°
    (D) 360°

Ans:(D) 360°

  1. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?

(A) ভারত
(B) চীন
(C) আফগানিস্তান
(D) বাংলাদেশ

Ans:(C) আফগানিস্তান

34.নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত?

(A) গ্রস্ত-উপত্যকা
(B) স্তূপ পর্বত
(C) চ্যুতি-ভৃগু
(D) ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা

Ans:(D) ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা

35.পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক?
(A) মহাদেশীয় ভূত্বক
(B) মহাসাগরীয় ভূত্বক
(C) গুরুমণ্ডল
(D) কেন্দ্রমণ্ডল

Ans:(B) মহাসাগরীয় ভূত্বক

36.ভারতের এই অঞ্চলে বছরে দুই ঋতুতেই বৃষ্টিপাত হয়-

(A) কর্ণাটক উপকূল
(B) পশ্চিমবঙ্গ উপকূল
(C) তামিলনাড়ু উপকূল
(D) আন্দামান দ্বীপপুঞ্জ

Ans:(C) তামিলনাড়ু উপকূল

37.সর্বশেষ জনগণনা অনুসারে কোন্ রাজ্য লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে?

(A) কর্ণাটক
(B) ত্রিপুরা
(C) পশ্চিমবঙ্গ
(D) কেরালা

Ans:(D) কেরালা

38.কোন্ সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডানদিকে থাকবে?

(A) ফেরেল-এর সূত্র
(B) কোরিওলিস বল
(C) বাইস ব্যালট-এর সূত্র
(D) হ্যালি-র সূত্র

Ans:(C) বাইস ব্যালট-এর সূত্র

39.ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় ‘MONEX’ সঞ্চালিত হয় কোন্ সালে?

(A) 1970
(B) 1979
(C) 1990
(D) 1960

Ans:(B) 1979

  1. সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হল-

(A) পিগ্‌গ্মী
(B) সেমাং
(C) মাসাই
(D) টোডা

Ans:(C) মাসাই

41.মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কী বলা হয়?

(A) মূল স্কেল মান
(B) ভার্নিয়ার স্কেল মান
(C) ভার্নিয়ার ধ্রুবক
(D) মূল স্কেল ধ্রুবক

Ans:(C) ভার্নিয়ার ধ্রুবক

  1. নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়-

(A) পার্বত্য উপত্যকায়
(B) পর্বতের পাদদেশে
(C) সমুদ্রসমতলের নিকটে
(D) মালভূমিতে

Ans:(C) সমুদ্রসমতলের নিকটে

43.ভারত সরকার কোন্ সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন?

(A) 1992
(B) 2000
(C) 2002
(D) 1980

Ans:(C) 2002

44.নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি প্রচলিত শক্তির উৎস নয়?
(A) কয়লা
(B) সৌরশক্তি
(C) খনিজ তেল
(D) প্রাকৃতিক গ্যাস

Ans:(B) সৌরশক্তি

  1. এর মধ্যে ভারতের কোন্ নদীটি পূর্ববাহিনী নয়?

(A) গোদাবরী
(B) কাবেরী
(C) তাপী
(D) কৃষ্ণা

Ans:(C) তাপী

  1. উষ্ণ-আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন্ প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়?

(A) জারণ
(B) অঙ্গারযোজন
(C) জলযোজন
(D) সিলিকাবিয়োজন

Ans:(B) অঙ্গারযোজন

47.এগুলির মধ্যে কোল্টি উচ্চফলনশীল ধানের জাত নয়?

(A) জয়া
(B) আই আর-20
(C) স্বর্ণ-sub 1
(D) সোনালিকা

Ans:(D) সোনালিকা

48.কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে।একটি উল্লেখযোগ্য উদাহরণ হল-

(A) কার্পাস বয়ন শিল্প
(B) চিনি শিল্প
(C) তথ্যপ্রযুক্তি শিল্প
(D) রাসায়নিক শিল্প

Ans:(B) চিনি শিল্প

  1. উত্তর-পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হল-

(A) পোর্টল্যান্ড
(B) নিউপোর্ট
(C) স্কিনা
(D) ট্রমসো

Ans:(A) পোর্টল্যান্ড

  1. কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব?

(A) লিখিত স্কেল
(B) সরল রৈখিক স্কেল
(C) অনুপাত স্কেল
(D) ভার্নিয়ার স্কেল

Ans:(D) ভার্নিয়ার স্কেল

51.’বাস্তুতন্ত্র’ কথাটি প্রথম প্রচলন করেন-

(A) এ. জি. ট্যান্সলে
(B) আর. লিন্ডেম্যান
(C) ই. পি. ওডাম
(D) ক্লার্ক

Ans:(A) এ. জি. ট্যান্সলে

52.’ভারতের ম্যানচেস্টার’ নামে পরিচিত এই শহরটি-
(A) মুম্বাই
(B) কলকাতা
(C) আহমেদাবাদ
(D) নাগপুর

Ans:(C) আহমেদাবাদ

  1. সমুদ্রজলের লবণতার প্রধান উৎস হল-

(A) মহাসাগরীয় ভূত্বক
(B) মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ
(C) সামুদ্রিক অগ্ন্যুৎপাত
(D) উল্কাপাত

Ans:(B) মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ

  1. ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি?

(A) মধ্যপ্রদেশ
(B) উত্তরপ্রদেশ
(C) বিহার
(D) মহারাষ্ট্র

Ans:(A) মধ্যপ্রদেশ

  1. মহাদেশীয় উপকূল ও মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

(A) মহীসোপান
(B) গভীর সমুদ্রের সমভূমি
(C) সমুদ্র ক্যানিয়ন
(D) গায়াট

Ans:(A) মহীসোপান

  1. জাপান উপকূলে উদ্ভূদ্ভুত ক্রান্তীয় ঘূর্ণবাতটি হল-

(A) হারিকেন
(B) টর্নেডো
(C) গর্জনশীল চল্লিশা
(D) টাইফুন

Ans:(D) টাইফুন

  1. উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়—

(A) দীর্ঘ রাত্রি
(B) শান্ত আবহাওয়া
(C) বরফাবৃত ভূপৃষ্ঠ
(D) উপরের সবগুলিই

Ans:(D) উপরের সবগুলিই

58.একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন্ প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে?

(A) পাইগ্রাফ
(B) কোরোপ্লেথ
(C) কোরোক্রোমাটিক
(D) ডট ও স্ফিয়ার

Ans:(B) কোরোপ্লেথ

59.নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক?

(A) বেলেপাথর
(B) মার্বেল
(C) কোয়ার্টজাইট
(D) চুনাপাথর

Ans:(C) কোয়ার্টজাইট

  1. পৃথিবীর ভূত্বকের উপরি-অংশ মূলত গঠিত হয়েছে কোন্ দুটি খনিজ মৌলের দ্বারা?

(A) নিকেল ও লোহা
(B) তামা ও লোহা
(C) সিলিকা ও ম্যাগনেসিয়াম
(D) সিলিকা ও অ্যালুমিনিয়াম

Ans:(D) সিলিকা ও অ্যালুমিনিয়াম

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!