দেশ হিসেবে ভারত Class 11. | Best 30 MCQ Questions Answer | Class 11 Semester 1 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
দেশ হিসেবে ভারত Class 11. |Best 30 MCQ Questions Answer |Class 11 Semester 1 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
দেশ হিসেবে ভারত
ভারতে মোট 28 টি অঙ্গরাজ্য ও ৪ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে (2019 এর পরিবর্তন অনুসারে)। ভারতের নবীনতম রাজ্য-তেলেঙ্গানা (2014, 2রা জুন), ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু-কাশ্মীর ও লাদাখ (2019)
ভারতের ৪টি কেন্দ্রশাসিত ত অঞ্চল গুলি ল গুলি হল-
(1) দিল্লি (2) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (3) পদুচেরি /পন্ডিচেরি (4) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (5) চন্ডিগড় (6) লাক্ষাদ্বীপ (7) জম্মু-কাশ্মীর (৪) লাদাখ।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝখানে অবস্থিত ভারত।
- অক্ষাংশ- মূল ভূখণ্ডে 8°4’উ: থেকে 37°6’উত্তর অক্ষাংশ। দ্রাঘিমাংশ– 68°7’পূর্ব থেকে 97°25’পূর্ব।
- ভারতের প্রমাণ দ্রাঘিমার মান- 82° 30′ পূর্ব।
- ভারতের মাঝ দিয়ে বিস্তৃত অক্ষরেখা- কর্কটক্রান্তি রেখা।
- ভারতের উত্তরতম বিন্দু – ইন্দিরা কল।
- ভারতের সর্ব দক্ষিণতম বিন্দু– ইন্দিরা পয়েন্ট
- ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দু–কন্যাকুমারি।
- ইন্দিরা পয়েন্টের পুরাতন নাম- পিগমেলিয়ান পয়েন্ট
- ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের- কিবিথু
- ভারতের পশ্চিমতম বিন্দু গুজরাটের- গুহার মেটার।
- পক প্রণালী– ভারত ও শ্রীলংকার মাঝখানে
ভারতের বিস্তৃতি বা ক্ষেত্রফলঃ
- মোট ক্ষেত্রফল– 32লাখ 87 হাজার 236 বর্গকিমি।
- উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য- 3,214 কিমি।
- পূর্ব-পশ্চিম এর দৈর্ঘ্য- 2,933 কিমি।

ভারতের সীমা:
- উত্তরে- হিমালয় পর্বত, চীন, নেপাল, ভুটান।
- দক্ষিণে- শ্রীলংকা, ভারত মহাসাগর।
- পূর্ব দিকে- বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর।
- পশ্চিমে- আরব সাগর, পাকিস্তান, আফগানিস্তান।
বিভিন্ন দেশের মধ্যে সীমানা ও সীমারেখার নামঃ

র্যাডক্লিফ লাইন– ভারত ও পাকিস্তানের মধ্যে।
ম্যাকমোহন লাইন- ভারত ও চীনের মধ্যে সীমারেখা।
ডুরান্ড লাইন– ভারত ও আফগানিস্তানের মধ্যে।
9 ডিগ্রি চ্যানেল- লাক্ষা ও মিনিকয়
10 ডিগ্রি চ্যানেল- আন্দামান ও নিকোবর এর মধ্যে।
লাইন অফ কন্ট্রোল(LOC)- ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর এর মধ্যে সীমারেখা (LOC বলে)।
ভারত ও চিনা লাদাখের সীমানাঃ লাইন অফ্ একচুয়াল কন্ট্রোল।(LAC)
24 ডিগ্রি প্যারালাল: কচ্ছের রণে ভারত ও পাকিস্তানের সীমানা
Short Note:
- ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্যঃ পশ্চিমবঙ্গ।
- ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্যঃ হিমাচল প্রদেশ।
- সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশ:বাংলাদেশ।
- সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশঃ আফগানিস্তান।
- সর্বাধিক রাজ্য সীমানাযুক্ত রাজ্য: উত্তরপ্রদেশ (৮টি রাজ্য)।
- সর্বনিম্ন রাজ্য সীমানাযুক্ত রাজ্য: সিকিম (১টি রাজ্য, পশ্চিমবঙ্গ)।
- তিন দিক স্থল বেষ্টিত জলভাগ: উপসাগর।
- তিন দিক জল বেষ্টিত স্থলভাগ: উপদ্বীপ।
- ক্ষেত্রফল বিচারে ভারত পৃথিবীতে সপ্তম।
- EEZ -এর পুরো কথা হল Exclusive Economic Zone.
- UN অনুসারে উপকূল থেকে সমুদ্রের দিকে 200 নটিক্যাল মাইল বা 230 মাইল বা 370 কিমি EEZ-এর অন্তর্গত।
- ভারত ও শ্রীলঙ্কা পৃথক হয়েছে মান্নার উপসাগর, পক্ উপসাগর ও পক্ প্রণালীর মাধ্যমে।
- দ্বীপপুঞ্জ সমেত ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য 7517 কি.মি.।
- ভারতের স্থলভাগের সীমানা 15200 কি.মি.।
- ভারতের উত্তর-পশ্চিমে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান।
- ভারতের সম্পূর্ণ স্থলভাগবেষ্টিত প্রতিবেশী দেশ হলো নেপাল ও ভুটান।
- ভারতের প্রতিবেশী দুটি দ্বীপরাষ্ট্র হল শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
- ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চিন ও ক্ষুদ্রতম মালদ্বীপ।
- অরুনাচল প্রদেশে ভারত চীন সীমারেখা হল ম্যাকমোহন লাইন।
- POK পুরো কথা হল Pakistan Occupied Kashmir.
- ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিকে একসাথে বলা হয় ভারত উপমহাদেশ।
- বৈচিত্র্যময় দেশ হওয়ায় ভারতকে বলা হয় ‘ক্ষুদ্র পৃথিবীর সংস্করণ’, বা
- ‘Epitome of the world’ I
- সার্ক (SAARC বা South Asian Associoation for Regional Co-opration) : ভারত, বাংলাদেশ,
পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান-এই দেশগুলি গঠন করেছে, তার নাম সার্ক। । পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়ার উন্নতি কল্পে যে আন্তঃসরকারি সংস্থা গঠন করেছে যা SAARC নামে পরিচিত। সার্কের এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
Top 30 MCQ Questions Answer
1.ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে প্রসারিত হয়েছে-
A.নিরক্ষরেখা
B. মকরক্রান্তি রেখা
C.কর্কটক্রান্তি রেখা
D.মূল মধ্যরেখা
- অরুণাচল প্রদেশ নিয়ে যে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা প্রকট হচ্ছে, তা হল-
A. পাকিস্তান
B. মায়ানমার
C.ভুটান
D.চিন - ভারতের উত্তরতম বিন্দু হল –
A.ইন্দিরা পয়েন্ট
B.ইন্দিরা কল
C. পিগম্যালিয়ান পয়েন্ট
D. ক্যালিমের পয়েন্ট - ভারতের য়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমাস্থল রয়েছে-
A. বাংলাদেশ
B. পাকিস্তান
C. মায়ানমার
D.চিন - ভারতের কোন্ প্রতিবেশী দেশ স্থলবেষ্টিত দেশ নয়?
A. নেপাল
B.ভুটান
C. মায়ানমার
D.আফগানিস্তান - ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে-
A.গুজরাট -মধ্যপ্রদেশ-পশ্চিমবঙ্গ-ত্রিপুরা-অসম
B.ঝাড়খণ্ড-মধ্যপ্রদেশ-পশ্চিমবঙ্গ-গুজরাট-মিজোরাম
C.মধ্যপ্রদেশ-গুজরাট-ত্রিপুরা-উত্তরপ্রদেশ-ছত্রিশগড়
D.ছত্রিশগড়-মধ্যপ্রদেশ-রাজস্থান-গুজরাট-মায়ানমার - (i) ভারতের উত্তরতমস্থান (a) র্যাডক্লিফ লাইন
(ii) ভারতের পশ্চিমতম স্থান (b) ইন্দিরাকল
(iii) ভারত ও পাকিস্তান (c) ম্যাকমোহন লাইন
(iv) ভারত ও চীন (d) গুহার মোতি
(A)i-a,ii-b,iii-c,iv-d (B)i-b,ii-d,iii-a,iv-c
(C) i-b, ii-c, iii-a, iv-d (D) i-d, ii-b, iii-a, iv-c - পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কোন্ নদী বরাবর রয়েছে?
A.কালিগন্ডক
B. কোশী
C. কর্ণালি
D.সেতি - সাগরমাথা গিরিশৃঙ্গটি কোন্ দেশে অবস্থিত?
A. ভূটান
B.বাংলাদেশ
C. নেপাল
D. পাকিস্তান - পিগম্যালিয়ন পয়েন্ট কার পূর্বতন নাম?
A. গুহারমতি
B. কন্যাকুমারী
C.ইন্দিরা পয়েন্ট
D.কিবিথু - Coconut Traingle : শ্রীলঙ্কা:: Land of thunder dragon:??
A. ভুটান
B. মায়ানমার
C.নেপাল
D. মালদ্বীপ - চীনের ধানের গোলা হল-
A. হুনান
B. সাংহাই
C.বেজিং
D.চেংটু - সার্ক (SAARC) এর সদস্য দেশের সংখ্যা –
A.6টি
B.8টি
C.10টি
D.11টি - ভারতের প্রতিবেশী দেশগুলি বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজাও-
A.চীন > পাকিস্তান > ভুটান> মালদ্বীপ
B. চীন > ভুটান > পাকিস্তান> মালদ্বীপ
C. চীন > পাকিস্তান > মালদ্বীপ > ভুটান
D.পাকিস্তান> চীন > মালদ্বীপ> ভুটান - ভূ-অভ্যন্তর দিয়ে জল পরিবহন ব্যবস্থা পাকিস্তানে——— নামে পরিচিত.
A.ক্যারেজ প্রথা
B.চসিওয়েজ প্রথা
C.খাল প্রথা
D. তুমাল প্রথা - ভারতের দক্ষিণতম অক্ষরেখা হল-
A.37°,
B.7°,
C.68°
D.97° - ভারতের জলসীমানার দূরত্ব উপকূল রেখা থেকে যত নটিক্যাল মাইল, তা হল-
A.12
B.14
C.16
D.18 - নীচের দেওয়া তথ্যগুলির মধ্যে কোনটি ভুল?
(a) ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর
(b) আরব সাগরে লাক্ষাদ্বীপ অবস্থিত
(c) ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
(d) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ - ভারতে স্থলভাগের সীমানার মোট দৈর্ঘ্য-
(a) 15,500 কিমি.
(b) 10,200 কিমি.
(c) 1500 কিমি.
(d) 15,200 কিমি. - .ভারত ও চিনা লাদাখের সীমানার নাম হল-
(a) র্যাডক্লিফ লাইন,
(b) ১ ডুরান্ড লাইন,
(c) লাইন অফ্ একচুয়াল কন্ট্রোল,
(d) হিলক লাইন। - ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হল-
(a) পশ্চিমবঙ্গ,
(b) হিমাচল প্রদেশ,
(c) বাংলাদেশ,
(d) আফগানিস্তান। - ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হল-
(a) পশ্চিমবঙ্গ,
(b) হিমাচল প্রদেশ,
(c) বাংলাদেশ,
(d) আফগানিস্তান। - ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্নকারী জলভাগ-
(a) কাম্বে উপসাগর,
(b) পক্ প্রণালী,
(c) ইংলিশ চ্যানেল,
(d) কচ্ছ উপসাগর। - ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্নকারী জলভাগ-
(a) কাম্বে উপসাগর,
(b) মান্নার উপসাগর,
(c) ইংলিশ চ্যানেল,
(d) কচ্ছ উপসাগর। - যে প্রতিবেশী দেশটি ‘প্যাগোডার দেশ’ নামে পরিচিত, তা হল-
(a) আফগানিস্তান
(b) মায়ানমার
(c) পাকিস্তান
(d) শ্রীলঙ্কা - ভারতের একটি ত্রয়ী রাজধানী শহর-
a. পাটনা
b. কলকাতা
c. শিমলা
d চণ্ডীগড় - লাক্ষা ও মিনিকয় বিচ্ছিন্ন হয়েছে যে চ্যানেল দ্বারা-
a.17° চ্যানেল
b. 10° চ্যানেল
c. 9° চ্যানেল
d. ৪° চ্যানেল - কর্কটক্রান্তি রেখা ভারতের মোট টি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত-
a.10টি
b 9টি
c.7টি
d. ৪টি - ভারতের সমস্ত রাজ্যের জেলাগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ জেলা হল-
a.লাতুর, মহারাষ্ট্র
b. কচ্ছ, গুজরাট
c. বয়েলসিম, তেলেঙ্গানা
d. হাওড়া, পশ্চিমবঙ্গ - ভারতের জেলাগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হল-
a. মাহে, পুদুচেরি
b. সবরমতি, গুজরাট
c. আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ
d.সিওহার, বিহার
Answer Keys:
- C.কর্কটক্রান্তি রেখা 2.D.চিন 3.B.ইন্দিরা কল 4.A. বাংলাদেশ 5.C. মায়ানমার 6.B.ঝাড়খণ্ড-মধ্যপ্রদেশ-পশ্চিমবঙ্গ-গুজরাট-মিজোরাম 7.(B) i-b, ii-d, iii-a, iv-c 8.A.কালিগন্ডক 9.C. নেপাল 10.C.ইন্দিরা পয়েন্ট 11.A. ভুটান 12.A. হুনান 13.B.8টি 14.A.চীন > পাকিস্তান > ভুটান> মালদ্বীপ 15.A.ক্যারেজ প্রথা 16.B.7°, 17.A.12 18.(c) ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা 19.(d) 15,200 কিমি. 20.(c) লাইন অফ্ একচুয়াল কন্ট্রোল, 21.(a) পশ্চিমবঙ্গ, 22.(b) হিমাচল প্রদেশ, 23.(b) পক্ প্রণালী, 24.(b) মান্নার উপসাগর, 25.(b) মায়ানমার 26.d চণ্ডীগড় 27.c. 9° চ্যানেল 28.d. ৪টি 29.b. কচ্ছ, গুজরাট 30.a. মাহে, পুদুচেরি
Online Mock Test
Update soon…
Please Share