CLASS XI

দেশ হিসেবে ভারত Class 11. | Best 30 MCQ Questions Answer | Class 11 Semester 1 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

দেশ হিসেবে ভারত

ভারতে মোট 28 টি অঙ্গরাজ্য ও ৪ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে (2019 এর পরিবর্তন অনুসারে)। ভারতের নবীনতম রাজ্য-তেলেঙ্গানা (2014, 2রা জুন), ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু-কাশ্মীর ও লাদাখ (2019)

ভারতের ৪টি কেন্দ্রশাসিত ত অঞ্চল গুলি ল গুলি হল-

(1) দিল্লি (2) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (3) পদুচেরি /পন্ডিচেরি (4) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (5) চন্ডিগড় (6) লাক্ষাদ্বীপ (7) জম্মু-কাশ্মীর (৪) লাদাখ।

  • দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝখানে অবস্থিত ভারত।
  • অক্ষাংশ- মূল ভূখণ্ডে 8°4’উ: থেকে 37°6’উত্তর অক্ষাংশ। দ্রাঘিমাংশ– 68°7’পূর্ব থেকে 97°25’পূর্ব।
  • ভারতের প্রমাণ দ্রাঘিমার মান- 82° 30′ পূর্ব।
  • ভারতের মাঝ দিয়ে বিস্তৃত অক্ষরেখা- কর্কটক্রান্তি রেখা।
  • ভারতের উত্তরতম বিন্দুইন্দিরা কল।
  • ভারতের সর্ব দক্ষিণতম বিন্দুইন্দিরা পয়েন্ট
  • ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দুকন্যাকুমারি।
  • ইন্দিরা পয়েন্টের পুরাতন নাম- পিগমেলিয়ান পয়েন্ট
  • ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের- কিবিথু
  • ভারতের পশ্চিমতম বিন্দু গুজরাটের- গুহার মেটার।
  • পক প্রণালীভারত ও শ্রীলংকার মাঝখানে

ভারতের বিস্তৃতি বা ক্ষেত্রফলঃ

  • মোট ক্ষেত্রফল– 32লাখ 87 হাজার 236 বর্গকিমি।
  • উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য- 3,214 কিমি
  • পূর্ব-পশ্চিম এর দৈর্ঘ্য- 2,933 কিমি
ভারতের সীমা, india, webbhugol

ভারতের সীমা:

  • উত্তরে- হিমালয় পর্বত, চীন, নেপাল, ভুটান।
  • দক্ষিণে- শ্রীলংকা, ভারত মহাসাগর।
  • পূর্ব দিকে- বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর।
  • পশ্চিমে- আরব সাগর, পাকিস্তান, আফগানিস্তান।

বিভিন্ন দেশের মধ্যে সীমানা ও সীমারেখার নামঃ

বিভিন্ন দেশের মধ্যে সীমানা ও সীমারেখার নামঃ

র‍্যাডক্লিফ লাইন– ভারত ও পাকিস্তানের মধ্যে।

ম্যাকমোহন লাইন- ভারত ও চীনের মধ্যে সীমারেখা।

ডুরান্ড লাইন– ভারত ও আফগানিস্তানের মধ্যে।

9 ডিগ্রি চ্যানেল- লাক্ষা ও মিনিকয়

10 ডিগ্রি চ্যানেল- আন্দামান ও নিকোবর এর মধ্যে।

লাইন অফ কন্ট্রোল(LOC)- ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর এর মধ্যে সীমারেখা (LOC বলে)।

ভারত ও চিনা লাদাখের সীমানাঃ লাইন অফ্ একচুয়াল কন্ট্রোল।(LAC)

24 ডিগ্রি প্যারালাল: কচ্ছের রণে ভারত ও পাকিস্তানের সীমানা

Short Note:

  • ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্যঃ পশ্চিমবঙ্গ
  • ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্যঃ হিমাচল প্রদেশ
  • সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশ:বাংলাদেশ
  • সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশঃ আফগানিস্তান।
  • সর্বাধিক রাজ্য সীমানাযুক্ত রাজ্য: উত্তরপ্রদেশ (৮টি রাজ্য)
  • সর্বনিম্ন রাজ্য সীমানাযুক্ত রাজ্য: সিকিম (১টি রাজ্য, পশ্চিমবঙ্গ)
  • তিন দিক স্থল বেষ্টিত জলভাগ: উপসাগর
  • তিন দিক জল বেষ্টিত স্থলভাগ: উপদ্বীপ
  • ক্ষেত্রফল বিচারে ভারত পৃথিবীতে সপ্তম
  • EEZ -এর পুরো কথা হল Exclusive Economic Zone.
  • UN অনুসারে উপকূল থেকে সমুদ্রের দিকে 200 নটিক্যাল মাইল বা 230 মাইল বা 370 কিমি EEZ-এর অন্তর্গত।
  • ভারত ও শ্রীলঙ্কা পৃথক হয়েছে মান্নার উপসাগর, পক্ উপসাগর ও পক্ প্রণালীর মাধ্যমে।
  • দ্বীপপুঞ্জ সমেত ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য 7517 কি.মি.।
  • ভারতের স্থলভাগের সীমানা 15200 কি.মি.।
  • ভারতের উত্তর-পশ্চিমে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান
  • ভারতের সম্পূর্ণ স্থলভাগবেষ্টিত প্রতিবেশী দেশ হলো নেপাল ও ভুটান।
  • ভারতের প্রতিবেশী দুটি দ্বীপরাষ্ট্র হল শ্রীলঙ্কা ও মালদ্বীপ
  • ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চিন ও ক্ষুদ্রতম মালদ্বীপ
  • অরুনাচল প্রদেশে ভারত চীন সীমারেখা হল ম্যাকমোহন লাইন।
  • POK পুরো কথা হল Pakistan Occupied Kashmir.
  • ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিকে একসাথে বলা হয় ভারত উপমহাদেশ।
  • বৈচিত্র্যময় দেশ হওয়ায় ভারতকে বলা হয় ‘ক্ষুদ্র পৃথিবীর সংস্করণ’, বা
  • ‘Epitome of the world’ I
  • সার্ক (SAARC বা South Asian Associoation for Regional Co-opration) : ভারত, বাংলাদেশ,
    পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান-এই দেশগুলি গঠন করেছে, তার নাম সার্ক। । পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়ার উন্নতি কল্পে যে আন্তঃসরকারি সংস্থা গঠন করেছে যা SAARC নামে পরিচিত। সার্কের এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

1.ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে প্রসারিত হয়েছে-
A.নিরক্ষরেখা
B. মকরক্রান্তি রেখা
C.কর্কটক্রান্তি রেখা
D.মূল মধ্যরেখা

  1. অরুণাচল প্রদেশ নিয়ে যে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা প্রকট হচ্ছে, তা হল-
    A. পাকিস্তান
    B. মায়ানমার
    C.ভুটান
    D.চিন
  2. ভারতের উত্তরতম বিন্দু হল –
    A.ইন্দিরা পয়েন্ট
    B.ইন্দিরা কল
    C. পিগম্যালিয়ান পয়েন্ট
    D. ক্যালিমের পয়েন্ট
  3. ভারতের য়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমাস্থল রয়েছে-
    A. বাংলাদেশ
    B. পাকিস্তান
    C. মায়ানমার
    D.চিন
  4. ভারতের কোন্ প্রতিবেশী দেশ স্থলবেষ্টিত দেশ নয়?
    A. নেপাল
    B.ভুটান
    C. মায়ানমার
    D.আফগানিস্তান
  5. ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে-
    A.গুজরাট -মধ্যপ্রদেশ-পশ্চিমবঙ্গ-ত্রিপুরা-অসম
    B.ঝাড়খণ্ড-মধ্যপ্রদেশ-পশ্চিমবঙ্গ-গুজরাট-মিজোরাম
    C.মধ্যপ্রদেশ-গুজরাট-ত্রিপুরা-উত্তরপ্রদেশ-ছত্রিশগড়
    D.ছত্রিশগড়-মধ্যপ্রদেশ-রাজস্থান-গুজরাট-মায়ানমার
  6. (i) ভারতের উত্তরতমস্থান (a) র‍্যাডক্লিফ লাইন
    (ii) ভারতের পশ্চিমতম স্থান (b) ইন্দিরাকল
    (iii) ভারত ও পাকিস্তান (c) ম্যাকমোহন লাইন
    (iv) ভারত ও চীন (d) গুহার মোতি

    (A)i-a,ii-b,iii-c,iv-d (B)i-b,ii-d,iii-a,iv-c
    (C) i-b, ii-c, iii-a, iv-d (D) i-d, ii-b, iii-a, iv-c
  7. পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কোন্ নদী বরাবর রয়েছে?
    A.কালিগন্ডক
    B. কোশী
    C. কর্ণালি
    D.সেতি
  8. সাগরমাথা গিরিশৃঙ্গটি কোন্ দেশে অবস্থিত?
    A. ভূটান
    B.বাংলাদেশ
    C. নেপাল
    D. পাকিস্তান
  9. পিগম্যালিয়ন পয়েন্ট কার পূর্বতন নাম?
    A. গুহারমতি
    B. কন্যাকুমারী
    C.ইন্দিরা পয়েন্ট
    D.কিবিথু
  10. Coconut Traingle : শ্রীলঙ্কা:: Land of thunder dragon:??
    A. ভুটান
    B. মায়ানমার
    C.নেপাল
    D. মালদ্বীপ
  11. চীনের ধানের গোলা হল-
    A. হুনান
    B. সাংহাই
    C.বেজিং
    D.চেংটু
  12. সার্ক (SAARC) এর সদস্য দেশের সংখ্যা –
    A.6টি
    B.8টি
    C.10টি
    D.11টি
  13. ভারতের প্রতিবেশী দেশগুলি বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজাও-
    A.চীন > পাকিস্তান > ভুটান> মালদ্বীপ
    B. চীন > ভুটান > পাকিস্তান> মালদ্বীপ
    C. চীন > পাকিস্তান > মালদ্বীপ > ভুটান
    D.পাকিস্তান> চীন > মালদ্বীপ> ভুটান
  14. ভূ-অভ্যন্তর দিয়ে জল পরিবহন ব্যবস্থা পাকিস্তানে——— নামে পরিচিত.
    A.ক্যারেজ প্রথা
    B.চসিওয়েজ প্রথা
    C.খাল প্রথা
    D. তুমাল প্রথা
  15. ভারতের দক্ষিণতম অক্ষরেখা হল-
    A.37°,
    B.7°,
    C.68°
    D.97°
  16. ভারতের জলসীমানার দূরত্ব উপকূল রেখা থেকে যত নটিক্যাল মাইল, তা হল-
    A.12
    B.14
    C.16
    D.18
  17. নীচের দেওয়া তথ্যগুলির মধ্যে কোনটি ভুল?
    (a) ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর
    (b) আরব সাগরে লাক্ষাদ্বীপ অবস্থিত
    (c) ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
    (d) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ
  18. ভারতে স্থলভাগের সীমানার মোট দৈর্ঘ্য-
    (a) 15,500 কিমি.
    (b) 10,200 কিমি.
    (c) 1500 কিমি.
    (d) 15,200 কিমি.
  19. .ভারত ও চিনা লাদাখের সীমানার নাম হল-
    (a) র‍্যাডক্লিফ লাইন,
    (b) ১ ডুরান্ড লাইন,
    (c) লাইন অফ্ একচুয়াল কন্ট্রোল,
    (d) হিলক লাইন।
  20. ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হল-
    (a) পশ্চিমবঙ্গ,
    (b) হিমাচল প্রদেশ,
    (c) বাংলাদেশ,
    (d) আফগানিস্তান।
  21. ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হল-
    (a) পশ্চিমবঙ্গ,
    (b) হিমাচল প্রদেশ,
    (c) বাংলাদেশ,
    (d) আফগানিস্তান।
  22. ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্নকারী জলভাগ-
    (a) কাম্বে উপসাগর,
    (b) পক্ প্রণালী,
    (c) ইংলিশ চ্যানেল,
    (d) কচ্ছ উপসাগর।
  23. ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্নকারী জলভাগ-
    (a) কাম্বে উপসাগর,
    (b) মান্নার উপসাগর,
    (c) ইংলিশ চ্যানেল,
    (d) কচ্ছ উপসাগর।
  24. যে প্রতিবেশী দেশটি ‘প্যাগোডার দেশ’ নামে পরিচিত, তা হল-
    (a) আফগানিস্তান
    (b) মায়ানমার
    (c) পাকিস্তান
    (d) শ্রীলঙ্কা
  25. ভারতের একটি ত্রয়ী রাজধানী শহর-
    a. পাটনা
    b. কলকাতা
    c. শিমলা
    d চণ্ডীগড়
  26. লাক্ষা ও মিনিকয় বিচ্ছিন্ন হয়েছে যে চ্যানেল দ্বারা-
    a.17° চ্যানেল
    b. 10° চ্যানেল
    c. 9° চ্যানেল
    d. ৪° চ্যানেল
  27. কর্কটক্রান্তি রেখা ভারতের মোট টি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত-
    a.10টি
    b 9টি
    c.7টি
    d. ৪টি
  28. ভারতের সমস্ত রাজ্যের জেলাগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ জেলা হল-
    a.লাতুর, মহারাষ্ট্র
    b. কচ্ছ, গুজরাট
    c. বয়েলসিম, তেলেঙ্গানা
    d. হাওড়া, পশ্চিমবঙ্গ
  29. ভারতের জেলাগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হল-
    a. মাহে, পুদুচেরি
    b. সবরমতি, গুজরাট
    c. আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ
    d.সিওহার, বিহার

Answer Keys:

Online Mock Test

Update soon…

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!