বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ
বায়ু তিন প্রকার কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়-ক্ষয়, বহন ও সঞ্চয়
বায়ুর ক্ষয় কার্যের পদ্ধতি
1.অবঘর্ষ:
মরু অঞ্চলে বায়ুর সাথে বাহিত বালি ক্ষুদ্র প্রস্তর খন্ড শিলাস্তরের উপর আছড়ে পড়ে এবং শিলা স্তর ক্ষয় প্রাপ্ত হয় ৷
2.ঘর্ষণ ক্ষয়:
বায়ুর সঙ্গে বাহিত ছোট ও বড় বালিকণা নুড়ি কাঁকর প্রভৃতি পারস্পারিক ঘর্ষনের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় এই প্রক্রিয়াকে ঘর্ষণ বলে ৷
3.অপসারণ বা অপবাহন:
প্রবাল বায়ুপ্রবাহের বালি ও পলিকন মরুভূমির একস্থান থেকে অন্যস্থানে অপসারিত হয় এ পদ্ধতিতে অপসারণ অপবাহন পদ্ধতি বলে ৷
বায়ু তিনটি পদ্ধতিতে পরিবহন কার্য সম্পন্ন করে যথা-
1.ভাসমান:
সূক্ষ্ম পদার্থসমূহ বায়ু প্রবাহের ফলে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে স্থানান্তরিত হয়I
2.লম্ফদান:
অপেক্ষাকৃত মাঝারি আকারের নুরি শিলাখণ্ড ভূমিতে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে তাকে লম্ফদান বলে ৷
3.গড়ানো প্রক্রিয়া:
বড় আকারের নূরী ও প্রস্তরখন্ড বায়ু প্রবাহের ফলে ভূমির সাথে গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে তাকে গড়ানো প্রক্রিয়া বলে ৷
বায়ুর সঞ্চয় কাজ পদ্ধতি
বায়ুর গতিবেগ কমে গেলে বা উচ্চভূমি দ্বারা বায়ু বাধাপ্রাপ্ত হলে বায়ুবাহিত পদার্থ গুলি তিন ভাবে সঞ্চয় কাজ করে থাকে
1.অধঃপতন:
প্রবল বেগে প্রবাহিত বায়ুর গতিবেগ হঠাৎ ফেলে কিছু পরিমাণ বালি জমা হয় একে অধঃপতন বলে I
2.উপলেপন: বায়ু প্রবাহের ফলে লম্প দান প্রক্রিয়া ও গড়ানো চলন প্রক্রিয়া চলমান বালিয়াড়ি কোন বাধার সম্মুখীন হয়ে সেখানে ধীরে ধীরে জমা হওয়ার প্রক্রিয়াকে উপলেপন প্রক্রিয়া বলে ৷
3.অধিগ্রহণ প্রক্রিয়া:
বায়ু প্রবাহের সঙ্গে পরিবাহিত হওয়ার সময় অসমতল ভূপৃষ্ঠে বালিকণা আটকে গিয়ে সঞ্চিত হলে তাকে অধিগ্রহণ বলে ৷
1.বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো ?👉 Click Here
2.বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো ?👉 Click Here