আপনার অবশ্যই জানা উচিত পৃথিবীর সুন্দরতম নদী কোনটি?

পৃথিবীর সুন্দরতম নদী হল ‘কানো ক্রিস্টালে’ (Caño Cristales)। কলম্বিয়ার ওরিনোকো নদী অববাহিকার অন্তর্গত গুয়াবেরো (Guayabero) নদীর উপনদী হল কানো ক্রিস্টালে নদী, যার দৈর্ঘ্য 100km.এই নদীর বৈচিত্র্যময় রঙের জন্য একে রামধনুর সাথে তুলনা করে ‘Liquid Rainbow’ বলা হয়ে থাকে।

কানো ক্রিস্টালে, Caño Cristales
কানো ক্রিস্টালে

এই নদীতে ‘পডোস্টেমেসি'(Podostemaceae) পরিবারের ‘ম্যাকেরেনিয়া ক্লাভিজেরা’ নামক উজ্জ্বল লাল রঙের উদ্ভিদের উপস্থিতি নদীকে রঙিন ও বৈচিত্র্যময় করে তোলে। এটি মূলত প্রবাহমান জলধারার মাঝে শিলাগাত্রে শক্তভাবে লেগে থাকে। উদ্ভিদটির বৃদ্ধির জন্য সূর্যালোকের প্রয়োজন ফলে বর্ষাকালে জলতল বৃদ্ধির জন্য যথেষ্ট সূর্যালোক না পাওয়ায় উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়।

বর্ষা শেষে, জুলাই মাসের শেষ থেকে নভেম্বর মাস নদী উপত্যকা লাল, হলুদ, সবুজ, নীল, কালো রঙে ভরে ওঠে, যার কারণে একে ‘River of Five Colours‘ বলেও ডাকা হয়।এক্ষেত্রে 5 টি রঙের জন্য উজ্জ্বল লাল ‘ম্যাকেরেনিয়া ক্লাভিজেরাশৈবাল, হলুদ বালি, সবুজ জলজ উদ্ভিদ, নীল জল এবং কালো শিলাকে দায়ী করা হয়।পৃথিবীর সুন্দরতম নদীর জল এতোটাই স্বচ্ছ যে নদীর নদীর তলদেশ পর্যন্ত স্পষ্ট দৃশ্যমান। স্বচ্ছতার কারণ হিসেবে পরিপোষক পদার্থ ও কণার অনুপস্থিতিকে ধরা হয়। এই নদী পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ।

Please Share

Leave a Comment

error: Content is protected !!