অষ্টম শ্রেণির ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
GEOGRAPHY CLASS VII 1st SUMMATIVE EVALUATION (ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন )
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসূচি
অষ্টম শ্রেণির ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিলেবাস
FULL MARKS: 30 (Holistic), TIME: 1HRS
১ম অধ্যায় | পৃথিবীর অন্দরমহল |
২য় অধ্যায় | অস্থিত পৃথিবী |
৩য় অধ্যায় | শিলা |
অষ্টম অধ্যায় | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক |
অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর
১ম অধ্যায় : পৃথিবীর অন্দরমহল 👉 Click Here
২য় অধ্যায় : অস্থিত পৃথিবী 👉 Click Here
৩য় অধ্যায় : শিলা 👉 Click Here
নবম অধ্যায় : ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক 👉 Click Here
এখানে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যথাযথভাবে আলোচনা করা হয়েছে। আলোচিত প্রশ্ন-উত্তর গুলি তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে অষ্টম শ্রেণীর প্রতিটা পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ে তোমাদের ফলাফল খুব ভালো হবে এটা নিশ্চিত।পরিশেষে বলি তোমরা তোমাদের পাঠ্য বইটি খুব ভালো করে পড়বে ।
Please Share