WBSSC SLST GEOGRAPHY QUESTIONS XI-XII (P.G)-2025 Answer Keys| WB SLST ভূগোল একাদশ- দ্বাদশ প্রশ্ন-উত্তর -2025

- কোন্ প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ডপ্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়?
(A) ল্যাটেরাইট
(B) চার্নোজেম
(C) পডজল
(D) সিরোজেম
Ans:(C) পডজল
- অল্টিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়
(A) বায়ুর গতিবেগ
(B) বায়ুর অভিমুখ
(C) সমুদ্রতল থেকে উচ্চতা
(D) সমুদ্রতল থেকে বায়ুচাপ
Ans:(C) সমুদ্রতল থেকে উচ্চতা
- নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোন্টিকে সম্পূর্ণত পাললিক ভূ-জৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা যায়?
(A) সালফার-অক্সিজেন
(B) কার্বন-অক্সিজেন
(C) ফসফরাস-নাইট্রোজেন
(D) সালফার-ফসফরাস
Ans: (D) সালফার-ফসফরাস
- সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হল
(A) ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস।
(B) কৃষি জমিতে জলের জোগান বৃদ্ধি।
(C) বন্যপ্রাণী সংরক্ষণ।
(D) কৃষিতে উৎপাদন বৃদ্ধি।
Ans: (A) ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস।
- ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে বলা হয়
(A) পূবালী বায়ু
(B) পশ্চিমা বায়ু
(C) মেরু বায়ু
(D) আয়ন বায়ু
Ans: (B) পশ্চিমা বায়ু
- আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে-
(A) ভূমির ঢাল
(B) শিলার প্রকৃতি
(C) জলবায়ু
(D) মানুষের কার্যকলাপ
Ans: (C) জলবায়ু
- আফ্রিকার মাসাইমারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন্ জলবায়ু শ্রেণির অন্তর্গত?
(A) নিরক্ষীয় জলবায়ু
(B) সাভানা জলবায়ু
(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু
(D) তৈগা জলবায়ু
Ans:(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু
- শিস্ট শিলা কোন্ পাললিক শিলার রূপান্তরীকরণের ফলে গঠিত হয়?
(A) বেলেপাথর
(B) চুনাপাথর
(C) কাদাপাথর
(D) জিপসাম
Ans: (C) কাদাপাথর
- নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোন্ট বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত?
(A) ডোডোপাখি
(B) ককেশীয় বাঘ
(C) ভারতীয় হাতি
(D) এশীয় সিংহ
Ans: (C) ভারতীয় হাতি
- শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয়-
(A) জনঘনত্ব
(B) স্থানঘনত্ব
(C) গৃহঘনত্ব
(D) দ্রব্যঘনত্ব
Ans: (C) গৃহঘনত্ব
- ভিদাল-দি-লা-ব্লাশ মানুষ-প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন্ মতবাদের মাধ্যমে?
(A) বাস্তুতন্ত্রবাদ
(B) সম্ভাবনাবাদ
(C) নবনিয়ন্ত্রণবাদ
(D) আঞ্চলিকতাবাদ
Ans:(B) সম্ভাবনাবাদ
- মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন্ ধরনের ভূমিরূপ দেখা যায়?
(A) ইনসেলবার্জ
(B) অবশিষ্ট পাহাড়
(C) ভৃগুতট
(D) মোনাডনক
Ans: (A) ইনসেলবার্জ
- অত্যধিক অনুভূমিক চাপের ফলে শায়িত ভাঁজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে বলে-
(A) আবৃত ভাঁজ
(B) উদ্ঘট্ট ভাঁজ
(C) ন্যাপ
(D) সমনত ভাঁজ
Ans: (C) ন্যাপ
- প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন্ বিষয়টির উপর নির্ভর করে না?
(A) স্বাস্থ্যব্যবস্থা
(B) পুষ্টি
(C) পরিবেশ দূষণ
(D) নগরায়ন
Ans: (D) নগরায়ন
- ‘কাম্য জনসংখ্যা’ তত্ত্বের প্রবর্তকরা হলেন-
(A) জিমারম্যান, কেইনস
(B) ক্যানন, সন্ডারস
(C) সন্ডারস, জিমারম্যান
(D) ক্যানন, জিমারম্যান
Ans: (B) ক্যানন, সন্ডারস
- ফিয়োর্ড উপকূল সৃষ্ট হয়-
(A) সমুদ্র তরঙ্গের আঘাতে।
(B) নদী উপত্যকা নিমজ্জিত হয়ে।
(C) হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে।
(D) উপকূল প্লাবিত হওয়ার ফলে।
Ans: (C) হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে।
- এস. পি. চ্যাটার্জী ভারতবর্ষকে নিম্নসংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন—
(A) 9
(B) 7
(C) 5
(D) 10
Ans: (D) 10
- ‘শেষ সীমা’ (Base Level) তত্ত্বের প্রবর্তক হলেন-
(A) হটন
(B) পাওয়েল
(C) হ্যারি হেস
(D) আলফ্রেড ওয়েগনার
Ans: (B) পাওয়েল
- সলিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন্ ধরনের পুঞ্জ সঞ্চলন?
(A) দ্রুত প্রবাহ
(B) ধীর প্রবাহ
(C) হিমানী সম্প্রপাত
(D) মৃত্তিকা বিসর্পণ
Ans: (B) ধীর প্রবাহ
- জিম্যারম্যানের মতে কোন্ বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে?
(A) কার্যকারিতা ও উপযোগিতা
(B) চাহিদা ও যোগান
(C) জ্ঞান
(D) শ্রম
Ans: (A) কার্যকারিতা ও উপযোগিতা
- ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত?
(A) সুন্দরবন
(B) কানহা
(C) জিমকরবেট
(D) কাজিরাঙা
Ans: (B) কানহা
- ঘণ্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে-
(A) দ্রুত বর্ধনশীল জনসংখ্যা
(B) ক্রমহ্রাসমান জনসংখ্যা
(C) স্থিতিশীল জনসংখ্যা,
(D) কাম্য জনসংখ্যা
Ans: (C) স্থিতিশীল জনসংখ্যা,
- নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক?
(A) ভূমিরূপ
(B) বৃষ্টিপাত
(C) জীবজগৎ
(D) উষ্ণতা
Ans: (A) ভূমিরূপ
- কোরিওলিস বল এবং কেন্দ্রাতিগ বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয়, সেটি হল-
(A) একম্যান ঘূর্ণন
(B)জিওস্ট্রফিক বায়ু
(C) সাব-জিওস্ট্রফিক বায়ু
(D) গ্রেডিয়েন্ট বায়ু
Ans: (D) গ্রেডিয়েন্ট বায়ু
- নিম্নের কোন্ স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত?
(A) ক্ষেত্রী
(B) কোডার্মা
(C) কালাহান্ডি
(D) গুরুমহিষাণী
Ans:(B) কোডার্মা
- ‘সোশ্যাল জাস্টিস অ্যান্ড দি সিটি’ বইটির লেখক কে?
(A) রিচার্ড পীট
(B) রিচার্ড মরিল
(C) পিটার হ্যাগেট
(D) ডেভিড হার্ভে
Ans: (D) ডেভিড হার্ভে
- গুটেনবার্গ বিযুক্তি দেখা যায়-
(A) ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে।
(B) কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে।
(C) সিয়াল ও সিমার মাঝখানে।
(D) বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে।
Ans: (B) কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে।
- কে প্রথম ‘ইকোলজি’ শব্দটির প্রবর্তন করেন?
(A) ট্যান্সলে
(B) হার্ভে
(C) হার্টশোর্ন
(D) হ্যাকেল
Ans: (A) ট্যান্সলে
- ‘ডিমের ঝুড়ি টোপোগ্রাফি’ শব্দবন্ধটি হিমবাহের কোন্ প্রকারের সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে যুক্ত?
(A) এস্কার
(B) ড্রামলিন
(C) টিল
(D) কেম
Ans:(B) ড্রামলিন
- স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি 1992 সালে নির্ধারিত হয়, তা হল-
(A) এজেন্ডা-19
(B) এজেন্ডা-21
(C) মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস্
(D) স্থায়ী উন্নয়ন লক্ষ্য
Ans:(B) এজেন্ডা-21
- মৌসুমি নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমিবায়ুর পশ্চাৎ অপসরণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয়, তাকে বলে-
(A) সেপ্টেম্বর উষ্ণতা
(B) অক্টোবর উষ্ণতা
(C) নভেম্বর উষ্ণতা
(D) ডিসেম্বর উষ্ণতা
Ans: (B) অক্টোবর উষ্ণতা
- 1962 সালে, উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমের শ্রেণিবিভাগ করেছিলেন, তা হল-
(A) গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অধঃক্ষেপণ।
(B) গড় বার্ষিক শক্তির প্রাপ্যতা ও গড় বার্ষিক খাদ্য বার্ষিক
(C) গড় উচ্চতা ও গড় তাপমাত্রা।
(D) গড় আর্দ্রতা ও গড় তাপমাত্রা।
Ans: (A) গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অধঃক্ষেপণ।
- বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) টরন্টো
(B) লন্ডন
(C) প্যারিস
(D) জেনিভা
Ans: (D) জেনিভা
- শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে বলা হয়-
(A) সিল
(B) ডাইক
(C) ব্যাথোলিথ
(D) লোপোলিথ
Ans: (A) সিল
- কোন্ বায়োমে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ করা যায়?
(A) সাভানা তৃণভূমি বায়োম
(B) তৈগা বায়োম
(C) ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য বায়োম
(D) তুন্দ্রা বায়োম
Ans:(C) ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য বায়োম
- একটি মূল শস্য চাষের সাথে আর-একটি অপ্রধান শস্য চাষকে বলে-
(A) আর্দ্র কৃষি
(B) শুষ্ক কৃষি
(C) স্থানান্তর কৃষি
(D) ইন্টারকালচার
Ans: (D) ইন্টারকালচার
37 খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হল-
(A) শুষ্ক কৃষির প্রচলন
(B) জলসেচ ব্যবস্থার প্রচলন
(C) পরিকাঠামো উন্নয়ন
(D) খনিজ খনন
Ans:(A) শুষ্ক কৃষির প্রচলন
- বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হল-
(A) কেন্দ্রীয় প্রবণতা
(B) চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি
(C) বিচ্যুতির গুণাঙ্ক
(D) প্রসার বিচ্যুতির সহগ
Ans:(B) চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি
- যে বস্তু যেকোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রফলে যেকোনো তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলা হয়-
(A) ব্ল্যাকবডি
(B) ব্ল্যাকহোল
(C) আদর্শ বিকিরক মৌল
(D) ব্ল্যাকবক্স
Ans:(A) ব্ল্যাকবডি
- বিখ্যাত ‘সাইলেন্ট ভ্যালি আন্দোলন’ ভারতবর্ষের কোন্ রাজ্যে সংঘটিত হয়েছিল?
(A) পশ্চিমবঙ্গ
(B) হিমাচলপ্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) কেরালা
Ans:(D) কেরালা
- ‘আগ্নেয় মেখলা’ কোন্ মহাসাগরে দেখা যায়?
(A) আটলান্টিক
(B) ভারত
(C) প্রশান্ত
(D) দক্ষিণ মেরু
Ans:(C) প্রশান্ত
- নিম্নলিখিতগুলির মধ্যে কোটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়?
(A) আন্তর্জাতিক প্রব্রজন
(B) অভ্যন্তরীণ প্রব্রজন
(C) প্রজনন হার
(D) মৃত্যু হার
Ans: (B) অভ্যন্তরীণ প্রব্রজন
- নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা চলে?
(A) আলফ্রেড হেটনার
(B) স্কীফার
(C) আলেকজান্ডার ফন হামবোল্ট
(D) এলসওয়ার্থ হান্টিংটন
Ans:(C) আলেকজান্ডার ফন হামবোল্ট
- ভূগোলকে ‘কোরোলজি’ রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন-
(A) স্কীফার
(B) রিটার
(C) হার্টশোর্ন
(D) ভ্যারেনিয়াস
Ans: (C) হার্টশোর্ন
- 2011 সালের আদমসুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ-অনুপাত দেখতে পাওয়া যায়?
(A) তামিলনাডু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) চণ্ডীগড়
(D) কেরালা
Ans: (D) কেরালা
- সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন্ পাতসীমানায় দেখা যায়?
(A) অভিসারী
(B) প্রতিসারী
(C) নিরপেক্ষ
(D) অক্লুডেড
Ans: (C) নিরপেক্ষ
- নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোন্টি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়?
(A) ঝুঁকি ও বিপন্নতা
(B) ক্ষমতায়ন ও বিপন্নতা নিয়ন্ত্রণ
(C) বিপন্নতা ও বিপর্যয়
(D) দুর্যোগ ও বিপন্নতা নিয়ন্ত্রণ
Ans:(B) ক্ষমতায়ন ও বিপন্নতা নিয়ন্ত্রণ
- নিম্নলিখিতগুলির মধ্যে কোল্টি বিষয়ানুগ মানচিত্রের উদাহরণ নয়?
(A) কোরোপ্লেথ মানচিত্র
(B) ভূপ্রকৃতি বৈচিত্র্যসূচক মানচিত্র
(C) সমানুপাতিক চিহ্নের মানচিত্র
(D) বিন্দু-ঘনত্ব মানচিত্র
Ans:(B) ভূপ্রকৃতি বৈচিত্র্যসূচক মানচিত্র
- একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায়-
(A) একক এবং দশক মান।
(B) দশমিকের পর দুই ঘর পর্যন্ত।
(C) দশমিকের পর চতুর্থ ঘর পর্যন্ত।
(D) কেবল পূর্ণসংখ্যা।
Ans: (B) দশমিকের পর দুই ঘর পর্যন্ত।
- কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন-
(A) উইলিয়াম বাঙ্গে
(B) ব্রায়ান বেরি
(C) ডি. এম. স্মিথ
(D) এডওয়ার্ড রেল্ফ
Ans:(C) ডি. এম. স্মিথ
- বাস্তুতন্ত্রে খাদ্যজালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক বলা হয় কাকে?
(A) চার্লস জোসেফ ক্রেবস্
(B) চার্লস এল্টন
(C) ই. পি. ওডাম
(D) অ্যাঙ্গাস মুন উডবারি
Ans: (B) চার্লস এল্টন
- ভারতের ‘ডেটাম তল’ কোন্ জায়গা থেকে ধরা হয়?
(A) করাচীর গড় সমুদ্রপৃষ্ঠ
(B) মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ
(C) কলকাতার গড় সমুদ্রপৃষ্ঠ
(D) চেন্নাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ
Ans:(B) মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ
- নিম্নলিখিতগুলির মধ্যে কোল্টিন্ট বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না?
(A) তামাক
(B) কোকো
(C) ইক্ষু
(D) পাট
Ans:(D) পাট
- কোয়াটানারী সেক্টর বলতে বোঝায়-
(A) জ্ঞানভিত্তিক কার্যকলাপ
(B) ব্যাঙ্কিং ক্ষেত্র
(C) প্রশাসন
(D) পরিষেবা
Ans: (A) জ্ঞানভিত্তিক কার্যকলাপ
- শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছেন-
(A) জে. সি. উইভার
(B) এল. ডি. স্ট্যাম্প
(C) ডি. হুইটলেসি
(D) জে. ই. স্পেনসার
Ans:(A) জে. সি. উইভার
- পৃথিবীপৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কী নামে অভিহিত করা হয়?
(A) পরিচলন শক্তি
(B) অ্যালবেডো
(C) ইনসোলেশান
(D) বিকিরণগত শক্তি
Ans: (C) ইনসোলেশান
- ‘লা নিনার’ প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমি বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে-
(A) ধ্বনাত্মক
(B) ঋণাত্মক
(C) নিরপেক্ষ
(D) ধ্রুবক
Ans:(A) ধ্বনাত্মক
- ইউ. এস. ডি. এ. শ্রেণিবিভাগ অনুসারে 0.002 মিমি বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে বলা হয়-
(A) বালি
(B) কর্দম
(C) নুড়ি
(D) পলি
Ans: (B) কর্দম
- কোন্ ধরণের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়?
(A) ভার্নিয়ার স্কেল
(B) ডায়াগোনাল স্কেল
(C) তুলনামূলক স্কেল
(D) বক্র স্কেল
Ans:(C) তুলনামূলক স্কেল
- একটি 20 মিটার সার্ভে চেইন-এ ‘গ্রহণযোগ্য ভ্রান্তি’ কত?
(A) ± 2 মিমি
(B) ± 5 মিমি
(C) ± 10 মিমি
(D) ± 20 মিমি
Ans: (B) ± 5 মিমি
Please Share