নবম শ্রেণী ৭ম অধ্যায় : ভারতের সম্পদ
SAQ Questions Answer
1.বস্তুর কার্যকারিতার সূত্র কে দেন?
Ans: জিমারম্যান
2.সম্পদের কার্যকারিতার তত্ত্ব কে দেন?
Ans: জিমারম্যান
3.’World Resources and Industries ‘ গ্রন্থটি কে লেখেন?
Ans:জিমারম্যান
4.গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট কোন ধরনের সম্পদের উদাহরণ ?
Ans:অদ্বিতীয়
5.লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি?
Ans: ম্যাগনেটাইট
6.আকরিক লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
Ans:ওড়িশা
7.ভারতের কোন জাতীয় লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়?
Ans:হেমাটাইট।
8.দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ।
Ans:কয়লা, খনিজ তেল
9.কয়লার সবচেয়ে উৎকৃষ্ট আকরিক কোনটি?
Ans:অ্যানথ্রাসাইট।
10.ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি?
Ans:রানিগঞ্জ
11.ভারতের লিগনাইটের ভান্ডার কাকে বলে?
Ans:নেভেলি (তামিলনাড়ু)
12.তরল সোনা কাকে বলে?
Ans:খনিজ তেলকে।
13.ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি?
Ans:অসমের ডিগবয়।
14.ভারতের বৃহত্তম তৈল শোধনাগর কোনটি?
Ans:জামনগর।
15.কাকে সাদা কয়লা বলে?
Ans:জলবিদ্যুৎ কে।
16.ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
Ans:তেহরি বাঁধ প্রকল্প
17.ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে?
Ans:দার্জিলিং এর সিদ্রাপং এ।
18.ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?
Ans:তারাপুর (মহারাষ্ট্র)
19.ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
Ans:কুদানকুলাম (তামিলনাড়ু)
20.ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
Ans:মুপান্ডল (তামিলনাড়ু)
21.ONGC এর সদর দপ্তর কোথায়?
Ans:দিল্লি।
22.NHPC এর পূর্ণ অর্থ কি?
Ans: National Hydro-electric Power Corporation.
MCQ TEST
2 Marks Questions
1.সম্পদ কাকে বলে?
2.নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝ?
3.সম্পদ সৃষ্টির উপাদান কি?
4.জাতীয় সম্পদ কাকে বলে?
5.সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝ?
6.জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
7.পুনর্ভব সম্পদ কাকে বলে?
8.অপুনর্ভব সম্পদ কাকে বলে?
9.কয়লা কে কালো হীরা বলে কেন?
3 Marks Questions
1.কয়লার ব্যবহার বা গুরুত্ব লেখো?
2.গচ্ছিত সম্পদ ও অবাধ সম্পদের মধ্যে পার্থক্য লেখ?
3.প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখ?
4.কয়লা ও খনিজ তেল কে জীবাশ্ম জ্বালানি বলে কেন?
5.দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে ওঠার কারণ?
6.ভারতে কয়লা উত্তোলনের সমস্যা গুলি লেখ।
7.প্রচলিত শক্তির সুবিধা গুলি কি কি?
8.অপ্রচলিত শক্তির সুবিধা গুলি কি কি?
5 Marks Questions
1.উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ কর?
2.সম্পদের বৈশিষ্ট্য লেখ?
3.সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা কর।