পৃথিবীর অন্দরমহল অষ্টম শ্রেণি

পৃথিবীর অন্দরমহল অষ্টম শ্রেণি | Class 8 পৃথিবীর অন্দরমহল

নিচে এই পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি যথাযথভাবে আলোচনা করা হলো।

1.পৃথিবীর ব্যাসার্ধ কত?

a.5400 কিমি
b.6400 কিমি
c.7200 কিমি
d.7600 কিমি

Ans: b.6400 কিমি

2.পৃথিবীর গড় ঘনত্ব কত?

a.2.9 গ্রাম/ ঘনসেমি
b.3.50 গ্রাম/ ঘনসেমি
c.5.52 গ্রাম/ ঘনসেমি
d.9.11 গ্রাম/ ঘনসেমি

Ans: c.5.52 গ্রাম/ ঘনসেমি

3.সিয়াল (SIAL) ও সিমা (SIMA) এর মাঝে কোন বিযুক্তি রয়েছে?

a.কনরাড বিযুক্তি
b.গুটেনবার্গ বিযুক্তি
c.মোহ বিযুক্তি
d.লেহম্যান বিযুক্তি

Ans: a.কনরাড বিযুক্তি

4.গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে?

a.কনরাড বিযুক্তি
b.গুটেনবার্গ বিযুক্তি
c.মোহ বিযুক্তি
d.লেহম্যান বিযুক্তি

Ans: b.গুটেনবার্গ বিযুক্তি

5.ভূত্বকের বেশিরভাগ অংশজুড়ে আছে-

a.কার্বন ডাই অক্সাইড
b.অক্সিজেন
c.হাইড্রোজেন
d.সালফার

Ans: b.অক্সিজেন

6.ভূ-অভ্যন্তরের সবচেয়ে পুরো স্তরটি হল-

a.ভূত্বক
b.শিলামন্ডল
c.গুরুমন্ডল
d.কেন্দ্রমন্ডল

Ans: c.গুরুমন্ডল

7.পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা কত?

a.10°c
b.12°c
c.15°c
d.17°c

Ans: c.15°c

8.মহাসাগরীয় ভূত্বক হল-

a. Sial
b.Sima
c. Crofesima
d. Nifesima

Ans: b.Sima

9.পৃথিবীর ঘনতম স্তর কোনটি?

a. ভূত্বক
b.শিলামন্ডল
c.গুরুমন্ডল
d.কেন্দ্রমন্ডল

Ans: d.কেন্দ্রমন্ডল

10.ভূ-অভ্যন্তরের কোন স্তর নিফেসিমা (Ni-Fe-Si-Ma) নামে পরিচিত?

a.ভূত্বক
b.শিলামন্ডল
c.বহিঃ গুরুমন্ডল।
d.অন্তঃগুরুমন্ডল।

Ans: d.অন্তঃগুরুমন্ডল।

1.পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে?

Ans: আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে।

2.পৃথিবীর ব্যাসার্ধ কত?

Ans: 6370 কিমি or 6400 কিমি।

3.ভূ-অভ্যন্তরে উষ্ণতা বৃদ্ধির হার কত?

Ans: প্রতি ৩৩ মিটার গভীরতায় ১°সেলসিয়াস।

4.পৃথিবীর গড় ঘনত্ব কত?

Ans: 5.52 গ্রাম/ ঘনসেমি

5.পৃথিবীর কেন্দ্রে ঘনত্ব কত?

Ans: 13-14 গ্রাম/ঘনসেমি

6.পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর রয়েছে?

Ans: প্রধানত ৩টি স্তর রয়েছে।

7.মহাদেশীয় ভূত্বক কি নামে পরিচিত?

Ans: সিয়াল (SIAL)

8.মহাসাগরীয় ভূত্বক কি নামে পরিচিত?

Ans: সিমা (SIMA)

9.মহাদেশীয় ভূত্বক (SIAL) কোন উপাদান দ্বারা গঠিত?

Ans: সিলিকন (Si) , অ্যালুমিনিয়াম (Al)

10.মহাসাগরীয় ভূত্বক (SIMA) কোন উপাদান দ্বারা গঠিত?

Ans: সিলিকন (Si), ম্যাগনেসিয়াম (Mg)

11.সিয়াল (SIAL) গড় ঘনত্ব কত?

Ans: 2.75 গ্রাম/ঘনসেমি।

12.সিমা (SIMA) গড় ঘনত্ব কত?

Ans: 2.9 গ্রাম/ঘনসেমি।

13.ভূত্বক ও গুরুমন্ডল এর মাঝের বিযুক্তিরেখা কি নামে পরিচিত?

Ans: মোহরভিসিক বিযুক্তরেখা বা মোহ বিযুক্তরেখা।

14.সিয়াল (SIAL) ও সিমা (SIMA) এর মাঝে কোন বিযুক্তি রয়েছে?

Ans: কনরাড বিযুক্তি

15.গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে?

Ans: গুটেনবার্গ বিযুক্তি রেখা।

16.বহিঃগুরুমন্ডল ও অন্তঃগুমন্ডলের মাঝে কোন বিযুক্তি রয়েছে?

Ans: রেপিত্তি বিযুক্তি।

17.বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডল এর মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে?

Ans: লেহম্যান বিযুক্তি রেখা‌।

18.ভূ-অভ্যন্তরের কোন স্তর ক্রোফেসিমা নামে পরিচিত?

Ans: বহিঃ গুরুমন্ডল।

19.ভূ-অভ্যন্তরের কোন স্তর নিফেসিমা নামে পরিচিত?

Ans: অন্তঃগুরুমন্ডল।

20.ভূ-অভ্যন্তরের কোন স্তরকে নিফে (Nife) বলে?

Ans: কেন্দ্রমন্ডলকে।

21.ভূ-অভ্যন্তরের কোন স্তরে অ্যাসথেনোস্ফিয়ার রয়েছে?

Ans: বহিঃগুরুমন্ডলে।

22.কেন্দ্রমন্ডলের গড় তাপমাত্রা কত?

Ans: 5000° c

23.পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ গুরুমন্ডল দখল করে আছে?

Ans: ৮৪ শতাংশ।

24.কেন্দ্রমন্ডলকে নিফে(Nife) বলা হয় কেন?

Ans:কেন্দ্রমন্ডল হল ভূ-অভ্যন্তরের ঘনতম স্তর। নিকেল (Ni) ও লৌহ (Fe) দ্বারা গঠিত বলে একে নিফে (Nife) বলে।

ONLINE MCQ TEST

Created by Author Webbhugol

পৃথিবীর অন্দরমহল অষ্টম শ্রেণি

1 / 10

1. কোন স্কেলে সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

 

2 / 10

2.

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

পৃথিবীর বৃহত্তম পাত কোনটি?

3 / 10

3.

একটি অন্তর্জাত প্রক্রিয়া হল-

4 / 10

4.

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

পৃথিবীতে মোট বড় পাতের সংখ্যা কয়টি?

5 / 10

5. একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-

6 / 10

6.

ভূমিকম্পের দেশ কাকে বলে?

ভূমিকম্পের দেশ কাকে বলে?

7 / 10

7.

প্যানজিয়া হল-

8 / 10

8.

সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটি?

9 / 10

9. সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবাল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূল আছড়ে পড়ে তাকে বলে -

10 / 10

10.

মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কে দেন?

a.

Your score is

The average score is 45%

0%

1.সিয়াল (Sial) কাকে বলে?

Ans: ভূ-ত্বকের উর্ধাংশ অপেক্ষাকৃত হালকা গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত এবং সিলিকন (Si) এবং অ্যালুমিনিয়াম (Al) সমৃদ্ধ স্তরকে সিয়াল(Sial) বলে।

2.সিমা (Sima) কাকে বলে?

Ans: ভূত্বকের নিম্নাংশ ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Ma) সমৃদ্ধ স্তর কে সিমা (Sima) বলে।

3.বিযুক্তি রেখা বলতে কি বোঝো?

Ans: ভূ-অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গ প্রবাহের যে তারতম্য দেখা যায় তার ভিত্তিতে ভূ-বিজ্ঞানীগণ মনে করেন যে ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তর একে অপরের সঙ্গে একটি সূক্ষ্ম সীমারেখায় মিলিত হয়েছে এই সীমারেখাকে বিযুক্তি রেখা বলে।

4.উষ্ণ প্রস্রবণ কি? উদাহরণ দাও।

Ans: মাটির নিচে থাকা জল অর্থাৎ ভৌমজল ভূ-অভ্যন্তরের তাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে।পৃথিবীর কোন দুর্বল অংশ বা ফাটল দিয়ে সেই গরম জল বাইরে বেরিয়ে আসলে তাকে উষ্ণ প্রস্রবণ বলা হয়।যেমন বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ।

5.অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে?

Ans: ভূ-অভ্যন্তরে শিলামন্ডলের নিচে এবং গুরুমন্ডলের উপরের অংশে ময়দার মন্ডের মত বা পিচের মত সান্দ্র ও দুর্বল স্তর প্রকৃতির যে স্তর রয়েছে তাকে অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়। গ্রিক শব্দ ‘Asthenosphere’ এর অর্থ ‘দুর্বল স্তর’।

1.ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখ।

ম্যাগমালাভা
শিলা ভূগর্ভের প্রচন্ড চাপ ও তাপে,বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।ভূগর্ভের এর গলিত উত্তপ্ত অর্ধ তরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এলে তাকে লাভা বলে।
ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূ-অভ্যন্তরে অবস্থান করে।ভূপৃষ্ঠের বাইরে অবস্থান করে।
যেহেতু ভূ-অভ্যন্তরে অবস্থান করে ফলে বিভিন্ন গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে।যেহেতু ভূপৃষ্ঠে অবস্থান করে ফলে গ্যাস বায়ুমন্ডলে মিশে যায় মিশ্রিত অবস্থায় থাকে না।

2.ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য লেখ।

ক্রোফেসিমা (Cr-Fe-Si-Ma)নিফেসিমা (Ni-Fe-Si-Ma)
গুরুমন্ডলের উপর অংশ অর্থাৎ উর্ধ্ব গুরুমন্ডল বা বহিঃগুরুমন্ডলগুরুমন্ডলের নিচের অংশ অর্থাৎ নিম্ন গুরুমন্ডল বা অন্তঃগুরুমন্ডল
ক্রোমিয়াম (cr), লোহা (Fe), সিলিকন(Si) ও ম্যাগনেসিয়াম(Ma) খনিজ সমৃদ্ধ এই স্তরকে ক্রফেসিমা (Cr-Fe-Si-Ma) বলে।নিকেল (Ni), লোহা(Fe), সিলিকন(Si) ও ম্যাগনেসিয়াম(Ma) খনিজ সমৃদ্ধ এর স্তরকে নিফেসিমা (Ni-Fe-Si-Ma) বলে।
এই স্তর অপেক্ষাকৃত হালকা হয়।স্তর অপেক্ষাকৃত ভারী হয়।
এই স্তরের ঘনত্ব তুলনামূলক কম।এই স্তরের ঘনত্ব তুলনামূলক বেশি।

3.শিলামন্ডলের তিনটি বৈশিষ্ট্য লেখ।

Ans: i.শিলামন্ডল বা ভূত্বক স্থান বিশেষে ৬থেকে ৭০ কিলোমিটার পুরু হয়।
ii.শিলামন্ডল বা ভূত্বক এর দুটি অংশ মহাদেশীয় (Sial) ভূত্বক ও মহাসাগরীয় (Sima) ভূত্বক।
iii.শিলামন্ডল বা ভূত্বক প্রধানত গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় কঠিন শিলা দিয়ে গঠিত । ভূত্বকের গভীরতা যত বাড়তে থাকে শিলার ঘনত্ব ও তত বাড়তে থাকে।
iv.শিলামন্ডলের প্রধান উপাদান সিলিকন অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম।


4.গুরুমন্ডলের তিনটি বৈশিষ্ট্য লেখ।

Ans: i.ভূত্বকের নিচ থেকে শুরু করে কেন্দ্রমন্ডলের উপর পর্যন্ত বিস্তৃত ২৯০০ কিলোমিটার পুরু স্তরকে গুরুমন্ডল বা ম্যান্টল বলা হয়।

ii.গুরুমন্ডল এর নিচের দিকের স্তর কিছুটা নিকেলসহ ,লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, থাকা স্তরকে নিফেসিমা বলে বলে। অপরদিকে গুরুমন্ডল এর উপরের দিকের স্তর নিকেলের বদলে ক্রোমিয়াম থাকা স্তরটিকে ক্রফেসিমা বলে।

iii.পৃথিবীর শিলামন্ডলের কেন্দ্রমন্ডল মধ্যবর্তী ভারী ও ক্ষারকীয় পদার্থ দ্বারা গঠিত এই স্তর। সান্দ্র ,প্রকৃতির অতি ক্ষারকীয় শিলা লোহা, ম্যাগনেসিয়াম, নিকেল, সিলিকন দ্বারা গঠিত এই স্তর।


5.কেন্দ্রমন্ডলের তিনটি বৈশিষ্ট্য লেখ।

Ans: i.গুরুমন্ডল স্তরের নিচে কেন্দ্রমন্ডল স্তরটি পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় ৩৪৭৩ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে অবস্থান করেছে।

ii.এটি পৃথিবীর ঘনতম স্তর , সম্ভবত নিকেল (Ni) ও লৌহ (Fe) দ্বারা গঠিত বলে একে নিফে (Nife) বলে।

iii.এই স্তরের উষ্ণতা প্রায় 3000°-6000°c থাকে।

1.ভূ-অভ্যন্তরের স্তরবিন্যাস চিত্রসহ আলোচনা কর।

Ans:ভূমিকম্প তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ করে পৃথিবীর অভ্যন্তরভাগকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। যথা –
a.. ভূত্বক বা শিলামন্ডল
b. গুরুমন্ডল
c. কেন্দ্রমন্ডল

ভূ-অভ্যন্তরের স্তরবিন্যাস
ভূ-অভ্যন্তরের স্তরবিন্যাস


a. ভূত্বক বা শিলামন্ডল : পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে ভূত্বক বলে সাধারণত শিলা দিয়ে গঠিত হয় বলে ভূ-ত্বকে শিলামন্ডল বলা হয়।

বৈশিষ্ট্য i.শিলামন্ডল বা ভূত্বক স্থান বিশেষে ৬থেকে ৭০ কিলোমিটার পুরু হয়।
ii.শিলামন্ডল বা ভূত্বক এর দুটি অংশ মহাদেশীয়(Sial) ভূত্বক ও মহাসাগরীয় (Sima) ভূত্বক।
iii.শিলামন্ডল বা ভূত্বক প্রধানত গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় কঠিন শিলা দিয়ে গঠিত । ভূত্বকের গভীরতা যত বাড়তে থাকে শিলার ঘনত্ব ও তত বাড়তে থাকে।
iv.শিলামন্ডলের প্রধান উপাদান সিলিকন অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম।
ভূত্বক কে দুটি উপ বিভাগে ভাগ করা হয়- i.মহাদেশীয় ভূত্বক ( Sial) ii. মহাসাগরীয় ভূত্বক(Sima)

b. গুরুমন্ডল: ভূত্বকের নিচ থেকে শুরু করে কেন্দ্রমন্ডলের উপর পর্যন্ত বিস্তৃত ২৯০০ কিলোমিটার পুরু স্তরকে গুরুমন্ডল বা ম্যান্টল বলা হয়।

বৈশিষ্ট্য i.গুরুমন্ডল এর নিচের দিকের স্তর কিছুটা নিকেলসহ ,লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, থাকা স্তরকে নিফেসিমা বলে বলে। অপরদিকে গুরুমন্ডল এর উপরের দিকের স্তর নিকেলের বদলে ক্রোমিয়াম থাকা স্তরটিকে ক্রফেসিমা বলে।

ii.পৃথিবীর শিলামন্ডলের কেন্দ্রমন্ডল মধ্যবর্তী ভারী ও ক্ষারকীয় পদার্থ দ্বারা গঠিত এই স্তর। সান্দ্র ,প্রকৃতির অতি ক্ষারকীয় শিলা লোহা, ম্যাগনেসিয়াম, নিকেল, সিলিকন দ্বারা গঠিত এই স্তর।

iii.গুরুমন্ডলকে দুটি উপ বিভাগে ভাগ করা হয়- i.উর্ধ্ব গুরুমন্ডল বা বহিঃগুরুমন্ডল (Cr-Fe-Si-Ma) ii. নিম্ন গুরুমন্ডল বা অন্তঃগুরুমন্ডল (Ni-Fe-Si-Ma)

ভূ-অভ্যন্তরের স্তরবিন্যাস, interior of the earth, layering of the earth

c. কেন্দ্রমন্ডল:পৃথিবীর ভূ অভ্যন্তরের গভীরে অবস্থিত ভারী নিকেল লৌহ সমৃদ্ধ অংশকে কেন্দ্রমন্ডল বলে।

বৈশিষ্ট্য:i.গুরুমন্ডল স্তরের নিচে কেন্দ্রমন্ডল স্তরটি পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় ৩৪৭৩ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে অবস্থান করেছে।

ii.এটি পৃথিবীর ঘনতম স্তর , সম্ভবত নিকেল (Ni) ও লৌহ (Fe) দ্বারা গঠিত বলে একে নিফে (Nife) বলে।

iii.এই স্তরের উষ্ণতা প্রায় 3000°-6000°c থাকে।

iv.কেন্দ্রমন্ডলকে দুটি উপ বিভাগে ভাগ করা হয়- i.উর্ধ্ব কেন্দ্রমন্ডল বা বহিঃকেন্দ্রমন্ডল ii. নিম্ন কেন্দ্রমন্ডল বা অন্তঃকেন্দ্রমন্ডল

অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর

২য় অধ্যায় : অস্থিত পৃথিবী 👉 Click Here

৩য় অধ্যায় : শিলা 👉 Click Here

নবম অধ্যায় : ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক 👉 Click Here

Please Share

Leave a Comment

error: Content is protected !!